ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুটা হল জয়ের মাধ্যমেই

প্রকাশিত: ২২:১৫, ২৭ মার্চ ২০১৭

শুরুটা হল জয়ের মাধ্যমেই

জনকন্ঠ রিপোর্ট ॥ ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের ইনিংস ১২৫ রানে গুটিয়ে যায়। যার জবাবে ব্যাট করতে নেমে ২০৩ বল বাকি থাকতেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। সোমবার (২৭ মার্চ) সকাল নয়টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়। ম্যাচটির শুরু থেকেই সুবিধা করতে পারেননি হংকংয়ের ব্যাটসম্যানরা। দলের পক্ষে বাবর হায়াত ৩৭ আর নিজাখাত খান ২৬ রান করেন। বাংলাদেশি বোলারদের তোপে বাকিরা আসা যাওয়ার মধ্যেই ছিলেন। বাংলাদেশের সামনে জয়ের সহজ লক্ষ্যই দাঁড়ায়। আর হংকংকে দ্রুত অল আউট করতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক আর সহ অধিনায়ক নাসির হোসাইন। দুজনেই তুলে নেন প্রতিপক্ষের তিনটি করে উইকেট। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ মেরে খেলতে থাকেন দুই ওপেনার সাইফ হাসান ও আজমির আহমেদ। ৫.৪ ওভারে দলীয় ৪৬ রানে আজমির ব্যক্তিগত ১৫ রানে আউট হন। তিনি আউট হলেও অনুর্ধ্ব ১৯ এর অধিনায়ক সাইফ হাসানকে আউট করতে পারেনি হংকংয়ের বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। মাত্র ৪৭ বলে ৯ চার আর এক ছক্কার বিনিময়ে এই ইনিংস সাজান সাইফ। এছাড়া তিন নম্বারে নেমে ব্যাটে ঝড়ই তোলেন মুমিনুল হক। ১৪ বলে তিন চার আর এক ছক্কায় ২১ রান করে ফেরেন তিনি। ১৬.১ ওভারেই নাজমুল হাসান শান্তকে নিয়ে জয়ের বন্দরে দলকে নিয়ে যান সাইফ হাসান। শান্ত করেন ২৩ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন। হংকংয়ের হয়ে দুটি উইকেটই পান এহসান খান। দলের হয়ে দুরন্ত হাফ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকরা। এই আসরে টেস্ট খেলা চারটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে। অনূর্ধ্ব-২৩ দলের সাথে চারজন করে আন্তর্জাতিক ক্রিকেটার খেলাতে পারছে তারা। আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া টুর্নামেন্টে আইসিসির বাকি চার দল যারা আইসিসির সহযোগী সদস্য। তারা জাতীয় দলই খেলাচ্ছে।
×