ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৩ বারে ড্রাইভিং এ পাশ

প্রকাশিত: ১৯:৫২, ২৭ মার্চ ২০১৭

৩৩ বারে ড্রাইভিং এ পাশ

অনলাইন ডেস্ক ॥ একবার দুইবার নয় একেবারে ৩৩ বার পরীক্ষা দেওয়ার পর ড্রাইভিং পরীক্ষায় পাশ করলেন এক ব্যক্তি। আর এ দীর্ঘ সময়ে তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন। এ কাজে মোট ১৪ বার তিনি প্রশিক্ষক বদলেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমিরেটস। ড্রাইভিং পরীক্ষায় দুই-একবার ফেল অনেকেই করেন। গাড়ি অত্যন্ত ভালো চালাতে পারলেও পরীক্ষায় আপনি যে পাশ করবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনি রাস্তায় অন্যদের বিরক্ত না করে নিরাপদে গাড়ি চালান কি না, এটাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। মূলত ট্রাফিক আইন-কানুন সঠিকভাবে না জানারকারণে কিংবা জানার পরেও বাস্তবে তা প্রয়োগ করতে না পারার কারণে বিশ্বের নানা দেশের ড্রাইভিং পরীক্ষায় এ ধরনের ফেলের ঘটনা ঘটে। কিন্তু একেবারে ৩৩ বার পরীক্ষা দেওয়ার ধৈর্য্য সবার থাকে না। যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ারের বার্নসির বাসিন্দা ক্রিস্টিয়ান হুইটলি-ম্যাসন ৩৩ বার ফেল করার পর পাশ করেছেন। তবে তার এ পরীক্ষায় পাশ করার চেষ্টা মোটেই হেলাফেলার বিষয় ছিল না। কারণ দীর্ঘ ২৫ বছর ধরে তিনি ড্রাইভিং পরীক্ষায় পাশ করার চেষ্টা করছিলেন। ক্রিস্টিয়ান ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষণ শুরু করেন ১৯৯২ সালে। এরপর একের পর এক পরীক্ষা দিয়ে গিয়েছেন তিনি। এভাবে মোট ১৪ জন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেন তিনি। প্রতিবার ফেল করার পর নতুন উৎসাহে আবার পরীক্ষা দেন। এভাবে প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয় করেন তিনি। শেষ পর্যন্ত পরীক্ষায় পাশ করে তিনি অবাকই হয়েছেন। ডেইলি মিরর পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, এত বছর পর আমি শেষ পর্যন্ত পাশ করেছি। আমি এখনও যেন ঘোরের মধ্যে রয়েছি। ’
×