ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় নিহত ১৩, অন্যত্র ৮ জন

প্রকাশিত: ০৫:২৩, ২৭ মার্চ ২০১৭

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় নিহত ১৩, অন্যত্র ৮ জন

জনকণ্ঠ ডেস্ক ॥ চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক চাপায় ১৩ জন এবং খুলনা, বাগেরহাট, সিরাজগঞ্জ ও নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩৭ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, চুয়াডাঙ্গার জয়রামপুরে ট্রাক-আলমসাধু সংঘর্ষে ১৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গাজী ও কালুকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ১০ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে বালি বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৮) দর্শনার দিকে যাচ্ছিল। এ সময় ২৪ জন শ্রমিক একটি আলমসাধুযোগে দামুড়হুদার বড়বলদিয়া গ্রাম থেকে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে আসছিল। ট্রাক-আলমসাধু জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৮ জন ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর দুই জন, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ২ জন এবং দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যায়। নিহতরা হলো দামড়ুহুদা উপজেলার বড়বদলিয়া গ্রামের বিল্লাল (৪০), রফিকুল (৪৫), ইজ্জাত আলী (৪৫), আবুবক্কর (৪৩), বিল্লাল (৩৫), লাল ম-ল (৩৫), আবদাল (৪৬), শফিকুল (২৩), আকুব্বার (৫৫), নজীর (২৫), জজ (৩২) ও আলমসাধু চালক শান্ত (২৫)। এ ঘটনায় আহতরা হলেন- কটা, আলী হোসেন, মজিবর, নূর ইসলাম, সোহরাব, আলতাফ, জিয়া, শরীফ, শফি, আতিকুল, গাজী ও কালু। প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী বারিকুল জানান, আমি সকালে দোকান খুলে বসে ছিলাম। দেখছি একটি ট্রাক দামুড়হুদা থেকে জয়রামপুরের দিকে আসছিল। ট্রাকটি রাস্তার ডানদিক ও বামদিক করছিল। এ সময় শ্রমিক ভর্তি আলমসাধুটি জয়রামপুর আসছিল। হঠাৎ করে ট্রাকটি আলমসাধুর ওপর তুলে দেয়। এতে আলমসাধুটি দুমড়েমুচড়ে যায়। কয়েকজনের মরদেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সে আরও জানায়, ট্রাকের ড্রাইভার চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিল। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কলিমোল্ল্যা জানান, ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খুলনা অফিস ॥ জেলার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার পুলিশ এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, ওড়াকান্দি থেকে ফিরে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী সংলগ্ন নতুন বাস্তার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। তিনি মৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে ওই বাসে থাকা একাধিক ব্যক্তি সংবাদ কর্মীদের বলেছেন, ঘটনাস্থলে কৃষ্ণপদ ম-ল (২০), রাজেশ সরদার (২১) ও গোলক মিস্ত্রী (২৫) এবং হাসপাতালে নেয়ার পথে লালটু সরদার (১৮) মারা গেছেন। এ ঘটনায় আরও ১৫-২০ জন আহত হয়েছেন। বাগেরহাট ॥ জেলার কচুয়ায় বাসচাপায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার পিংগুড়িয়া এলাকায় সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের মোবারক শেখের ছেলে খলিল শেখ (৩৪) এবং একই গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল মাঝির ছেলে মাহবুব মাঝি (৪৪)। বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ওহিদুল ইসলাম জানান, নিহতরা দিনমজুর। তারা রাতে বাজার করে বাড়িতে ফিরছিলেন। কচুয়া থানার পুলিশ জানায়, বাগেরহাট থেকে মোরেলগঞ্জ অভিমুখী যাত্রীবাহী একটি বাস পিংগুড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী খলিল শেখ ও মাহবুব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মশিউর রহমান তাদের মৃত বলে ঘোষণা করেন। সিরাজগঞ্জ ॥ রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় রওশন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত রওশন আলীর বাড়ি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবাড়ীয়া গ্রামে। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন রওশন আলী। এ সময় সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নরসিংদী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ফারুক ফকির (৩৮) নামের এক লেগুনাযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে মহাসড়কের উল্লেখিতস্থানে এলাকায় এ ঘটনা ঘটে।
×