ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিমানের সিট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার স্বর্নের বার

প্রকাশিত: ০২:১২, ২৬ মার্চ ২০১৭

শাহজালালে বিমানের সিট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার স্বর্নের বার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে ৭ কেজি ওজনের ৬০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধারকৃত স্বনের্র বারের মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিবার বিকেলে ব্যাংকক থেকে আসা টিজি ৩২১ বিমানের ইকোনমি ক্লাসের সিট কাভারের ভেতর থেকে প্রায় ৭ কেজি স্বর্নের বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারে ১০ তোলা করে মোট ৬ কেজি ৯৯০ গ্রাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল টিজি ৩২১ বিমানে তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে ওই বিমানের সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকালে ওই সিটে কোন যাত্রী ছিল না। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় প্রকৃত দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×