ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: ০২:০৯, ২৬ মার্চ ২০১৭

রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলানগরে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আর বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালী করে দলটি। র‌্যালীটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ও কাকরাইল মোড় ও শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শুরুর আগে বিএনপি মহাসচিব উদ্বোধনী বক্তব্যে বলেন, গণতন্ত্রহীনতার কারণেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই গণতন্ত্রকে ঠিক মতো চলতে দিলে জঙ্গিবাদ থাকবে না। বিএনপির পূর্ব ঘোষিত র‌্যালী কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসে দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিকেল ৩টায় দলের নয়াপল্টন রকন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় র‌্যালী। বর্ণাঢ্য এ র‌্যালীতে অংশ নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে দলের নেতাকর্মীরা বাদ্যের তালে তালে বিভিন্ন স্লোগান নিয়ে এগিয়ে যায়। কেউ কেউ ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যান্ড পার্টিসহ ঘোড়ার গাড়ি, টম টম, খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে নেচে-গেয়ে র‌্যালীতে অংশ নেন। র‌্যালীর সামনে ও পেছনে নিরাপত্তার দায়িত্বে ছিল বিপুল সংখ্যক পুলিশ। এর আগে র‌্যালীতে অংশ নিতে দুপুর থেকেই দলে দলে বিএনপি নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জড়ো হয়। এদিকে বিএনপির র‌্যালীর কারণে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকারাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও রাজারবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। র‌্যালীতে অংশ নেয়া অন্য নেতাদের মধ্যে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
×