ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন জায়গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত: ০১:৪৭, ২৬ মার্চ ২০১৭

দেশের বিভিন্ন জায়গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুড়িগ্রাম: স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। সূর্য উদয়ের সাথে সাথে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে দিনব্যাপী কর্মসুচি পালন করে। জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে ২০জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ। দুপুরে সার্কিট হাউসে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। ঝালকাঠিতে: নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মানিক হার রহমান, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এম.এ বায়েজিদ, কৃষি বিভাগের জেলা উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম রুহুল আমিন প্রমূখ। গাইবান্ধায়: নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ বিপুল উৎসাহ উদ্দীপনায় রোববার জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সম্মানীত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় পরিষদের সদস্য ওয়ালিউর রহমান রেজা। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মবিনুল হক জুবেল, সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর প্রমুখ। দোহার: নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)॥ অপশক্তির বিরোদ্ধে সোচ্চার হয়ে সবাইকে একযুগে কাদে-কাদ মিলিয়ে স্বাধীনতার গৌরবকে বিশ্বের কাছে উজ্জল করে ধরে রাখতে হবে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আব্দুল মান্নান খান এ কথা বলেন। তিনি আরও বলেন, কোন ষড়যন্ত্র বা অপশক্তি জননেত্রী শেখ হাসিনার লক্ষ্যকে ব্যঘাত ঘটাতে পারবে না। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আইজি আর খান আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক রাসেল, জেলা পরিষদের সদস্য শাহ্জাহান মোল্লা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ প্রমূখ। ঠাকুরগাঁও: নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রবিবার ঠাকুরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা প্রদান করেছে জেলা প্রশাসন। এ ছাড়াও এসময় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদোজা প্রমূখ । পটিয়া: নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ রবিবার সকালে চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের ডিসপ্লে পর্বে পৌর সদরের শশঙ্কমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা এটি। তাদের এই শারীরিক চিত্র যেন উঠে এসেছিল ১৯৭১ এর ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের চিত্র। খুদে শিক্ষার্থীদের এই পরিবেশনা মন জুড়িয়েছে উপস্থিত দর্শক ও অতিথিদের। আর তাতেই তাদের এই পরিবেশনা হয়েছে পুরস্কৃত। শুধু তারা নয় উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরকম শারীরিক কৌশলের মাধ্যমে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। এর আগে একই মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেয় উপজেলার ৫০টিরও অধিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ টিপু, থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ। দুপুরে উপজেলা পরিষদ হলে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর: নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার ভোরে শহরের মাধবপুর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে হুইপ আতিউর রহমান আতিক পুস্পস্তবক অর্পণ করেন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু প্রমূখ। সুনামগঞ্জ: নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ রবিবার ভোরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভ সুচনা করেন এবং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সকালে সুনামগঞ্জ ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের কুচকাওয়াজে অংশ গ্রহন করেন এবং জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: হারুন অর রশিদ সালাম গ্রহন করেন। পরে শরীর চর্চা প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংর্বধনা দেয়া হয়। গোপালগঞ্জ: নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ প্রত্যুষে ৩১ বার তোপধ্বণি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি আধা-সরকারি ও স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাদার রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ। এরপর ওই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, ডিস্প্লে, শরীরচর্চা প্রদর্শণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। দুপুরে ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়) ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা ও মিলাদ-মাহ্ফিল। সংবর্ধণা দেয়া হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে। বাগেরহাট: স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে স্বত:স্ফুর্ত উদ্দিপনায় যথাযোগ্য মর্যাদায় রবিবার ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির পর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, অনুষ্টিত হয়। শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার ষ্কাউট দলের সদস্যরা মার্চ পাস্টের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। শান্তির প্রতিক কবুতর ও বেলুন উড়ানো হয়। এসময় বক্তব্য দেন, ডা. মোজাম্মেল হোসেন এমপি, এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জামালপুর: নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে জামালপুর জেলার সর্বত্র মহান স্বাধীনতা দিবস উযাপিত হয়েছে। দিবসের শুরুতেই রোববার ভোর ছয়টায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি ও বেসরকারি ভবন, দোকানপাট ও বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন কুজকাওয়াজ ও শারীরিক কসরত এবং জেলা যুব রেডক্রিসেন্ট স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকি বিল্লাহ প্রমুখ। নেত্রকোনা: নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনায় জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, জাতীয় পার্টি, উদীচী, স্বাবলম্বী, রেডক্রিসেন্ট সোসাইটি, শতদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাউদকান্দি: নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দাউদকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার ভোরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পরিষদ মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ও আনসার ভিডিপির সদস্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মানী বিতরণ এবং মুক্তিযোদ্ধ, স্বাধীনতা ও সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যাবহার শীর্ষক আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্টিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। মৌলভীবাজার: নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ স্বাধীনতা দিবসের সকালে ৩১ বার তোপধ্বনি মধ্যদিয়ে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের। এ সময় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,জাপা, সিপিবি, বাসদ, বিএমএ, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী , জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সিরাজগঞ্জ: স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সিরাজগঞ্জে ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ভোর সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়। এর পর বাজার ষ্টেশন মুক্তির সোপানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। রাস্ট্রের পক্ষে সর্বপ্রথম পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিচার বিভাগ, আওয়ামী লীগ, জাসদ, জাতীয়পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব সহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহ: নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ ॥ ভালুকায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মাঝে ছিল ভোর ৫টা ৫৭ মিনিটে স্থানীয় স্মৃতিসৌধ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনি, শহীদদের সম্মানে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও স্বাংস্কৃতিক সংগঠন । বিজয় র্যা লি, কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, শহীদদের আত্মার মাগফেরাতের জন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পবিবেশন করা হয়। নরসিংদী: নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে শহীদ বেধিতে শ্রদ্ধা নিবেদন, মোছলেউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন, আবৃত্তি,বীর মুক্তি যোদ্ধা ,যোদ্ধাহত মুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। ঠাকুরগাঁও: নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে ঠাকুরগাঁওয়ে ৩১বার তোপধ্বনির পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় স্মৃতিসৌধ অপরাজেয়’৭১-এর পাদদেশে সর্বস্তরের মানুষের ঢল নামে। এছাড়া নানান কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। রবিবার পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষে এবং পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, উদীচীসহ সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। নওগাঁ: নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার নওগাঁয় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির পর সুর্যোদয়ের পূর্বে শহীদ স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তোবক অর্পন করেন। সকালে নওগাঁ ষ্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, ছালাম গ্রহন, ডিসপ্লে¬ প্রদর্শন করা হয়। এছাড়া বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রায়পুর: নিজস্ব সংবাদদাতা, রাযপুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বর্ণাঢ্য আনন্দ র্যা লী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়ার প্রদর্শনী ও মুক্তিযোদ্ধাদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের মার্চ্চেন্টস একাডেমীর মাঠে ও পৌরসভা কার্যালয় পৃথক এসব অনুষ্ঠান হয়েছে। এসময় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ র্যা লি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। পৌর মেয়র ইসমাইল খোকনের সভাপতিত্বে ও কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহর সঞ্চলনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রসাশন মোরশেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, ইউএনও শিল্পী রানী রায়, এসিল্যান্ড উম্মে হানি, ওসি মোহাম্মদ লোকমান হোসেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক আইনুল কবির মনির, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, রফিকুল হায়দর বাবুল পাঠান, মিজানুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নিজাম উদ্দিনের পাঠান, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও প্রকৌশলী আক্তার হোসেন প্রমুখ। দৌলতপুর: নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার উপজেলা চত্বরের কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবির, দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন, দৌলতপুর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ॥ সীতাকুন্ড: নিজস্ব সংবাদদাতা,সীতাকু-(চট্টগ্রাম): সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশাল সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় পৌরসদরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক মোঃ রুস্তুম আলী, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলিম উল্লাহ প্রমূখ। গাজীপুর: স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শনিবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতি ও স্মারক ভাষ্কর্যে এবং স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কোরআন খানি ও দোয়া মাহফিল, আলোচনা সভা, র্যা লী, ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচি পালিত হয়। গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসন, শেখ ফাজিলাতুন্নেছা মুজিব মোমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল ও সংগঠণসমূহ এসব কর্মসূচির আয়োজন করে। ঠাকুরগাঁও: নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ মহান স্বাধীনতা দিবস সমুন্নত রাখতে রবিবার ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের দুই সহস্রাধিক হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে চিকিৎসকদের সংগঠন বিএমএ’র সহায়তায় প্রয়াত সংসদ সদস্য খাদেমুল ইসলাম স্মৃতি পরিষদ এ ক্যাম্পের আয়োজন করে। রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই চিকিৎসা সেবা ক্যাম্পে আশপাশের ১০টি গ্রাম ছাড়াও পাশের জেলা দিনাজপুরের ও পঞ্চগড়ের ২ সহস্রাধিক রোগীদের রোগ সনাক্ত ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। ডা. মহিদুল ইসলাম জানান, এই ক্যাম্পে শিশু, গাইনী, নাক-কান-গলা, মেডিসিন, চক্ষু, ডেন্টাল কনসালটেন্টরা রোগীদের স্বাস্থ্যসেবা দেন। লক্ষ্মীপুরে: নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় তিন’শ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার সদস্যদেরকে রবিবার সম্বর্ধনা দেয়া হয়েছে। মহান স্বাধীণতার জন্য মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদেরকে এ সম্বর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর পৌর মেয়র মো. আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা, ডিপুটি কমান্ডার কাজল কান্তি দাস, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক রাজ্জাকুল হায়দার চৌধুরী, সদর উপজেলা কমান্ডার মাহবুবুর রহমান প্রমুখ। মংলা: ,নিজস্ব সংবাদদাতা, মংলা ॥ মংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বের হওয়া পৃথক র্যা লী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে পুলিশ-প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া স্বাধীনতা মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়। ফেনী: নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে শহীদদের শ্রদ্ধা জানাতে শহরের জেল রোড়স্থ শহীদ স্মৃতিস্তম্বে জনতার ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিনের শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। পর্যায়ক্রমে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আালম সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সরকারী/বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
×