ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালামকে

প্রকাশিত: ০০:১২, ২৬ মার্চ ২০১৭

সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালামকে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গীবিরোধী অভিযানের সময় গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেঃ কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। রবিবার দুপুরে র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আবুল কালাম আজাদ লাইফ সাপোর্টে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যেই তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের সময় ঘটনাস্থলের খানিকটা দূরে দুই দফায় বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় লেঃ কর্নেল আবুল কালাম আজাদ ও র‌্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর আজাদ গুরুতর আহত হন। পরে গুরুতর আহতদেরকে রাতেই হেলিকপ্টারযোগে সিলেট থেকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
×