ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লায়েন্স চক্ষু হাসপাতালে বাথরুমে এক নিরাপত্তাকর্মীর লাশ

প্রকাশিত: ০০:০৯, ২৬ মার্চ ২০১৭

লায়েন্স চক্ষু হাসপাতালে বাথরুমে এক নিরাপত্তাকর্মীর লাশ

স্টাফ রিপোর্টার ॥ শেরে বাংলা নগরের লায়েন্স চক্ষু হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে আনোয়ার হোসেন (৫০) এক নিরাপত্তাকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার হৃদরোগ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শেরেবাংলা নগর থানার এসআই রুবেল আজাদ বলেন, আনোয়ার ছিলেন আগারগাঁও পাসপোর্ট কালেকশন অফিসের সিকিউরিটি গার্ড। তিনি জানান, শনিবার ভোরেরদিকে ডিউটি শেষে পাশের লায়ন্স চক্ষু হাসপাতালের বাথরুমে যান। অনেক সময় পেরিয়ে গেলেও সেখান থেকে বের না হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ বাথরুমের দরজা ভেঙে তাকে সেখানে অচেতন অবস্থায় উদ্ধার করে হৃদরোগ হাসপাতালে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক জানায়, তিনি আগেই মারা গেছেন। পরে দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গে পাঠানো হয়।
×