ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরের সামনে নিহত জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশিত: ০০:৩২, ২৫ মার্চ ২০১৭

বিমানবন্দরের সামনে নিহত জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আত্মঘাতী ছিল বলেই মনে করছেন ময়না তদন্তকারী চিকিৎসকরা। ময়না তদন্তকারী দলের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, নিহত জঙ্গির পিঠে বোমা বাঁধা ছিল। একটা তার হাতে ছিল। এর ধরন দেখে তাকে আত্মঘাতী বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। ওই তারে টান দিলে বোমা বিস্ফোরণ ঘটে। তার পিঠের পেছন থেকে কোমরের নিচের অংশ পর্যন্ত বিস্ফোরণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বেলা সোয়া ১২টার দিকে লাশের ময়না তদন্ত শুরু করেন তিন সদস্যের তদন্তকারী দলটি। সোহেল মাহমুদের নেতৃত্বে ময়না তদন্তে অংশ নেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও ডাঃ সোহেল কবীর। প্রায় ৪০ মিনিট তারা ময়না তদন্ত করেন। ময়না তদন্ত শেষে সাংবাদিকদের সোহেল মাহমুদ জানান, নিহতের পিটের মাঝ থেকে পরের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরে ৫৪ ইঞ্চি তারের টুকরা পেয়েছি। স্কচটেপ দিয়ে বোমা শরীরে দিয়ে ছিল। বাঁ হাতের কব্জিতে রেগুলেটরের মতো একটা জিনিস বাঁধা ছিল। তারের বাকি অংশ ছিল সেখানে। শরীরে স্প্রিন্টার পাওয়া গেছে। এর আগে রাজধানীর আশকোনায় র্যা বের নির্মাণাধীন সদর দফতরে নিহত ব্যক্তির সঙ্গে এই নিহত যুবকের কতটুকু সাদৃশ্য আছে জানতে চাইলে সোহেল মাহমুদ বলেন, আশকোনায় নিহত ব্যক্তির বুক থেকে পুরো অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আর এর বোমা বাঁধা ছিল পিঠের পেছন দিকে। তবে বিস্ফোরণের ধরনে মিল রয়েছে। তিনি জানান, বিমানবন্দরে নিহত এই ব্যক্তির পরিচয় নির্ধারণ করার জন্য তার চুল ও দাঁত সংরক্ষণ করা হয়েছে। বিস্ফোরণের আগে সে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা। তা জানতে ইউরিন, ব্লাড ও ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। এগুলো কেমিক্যাল এ্যানালাইসিসের জন্য রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। উল্লেখ্য, শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে বোমা বিস্ফোরণে নিহত হয় ওই জঙ্গি। পরে ময়না তদন্তের জন্য রাত আড়াইটার দিকে তার লাশ ঢামেক মর্গে আনেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এসআই মনিরুল ইসলাম জানান, তার বয়স আনুমানিক ২৩-২৫ বছর। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট। এছাড়া ঘটনাস্থলে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া গেছে। যেখান থেকে তিনটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
×