ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিযান দেখতে গিয়ে গুলিবিদ্ধ ১

প্রকাশিত: ২৩:৪৬, ২৫ মার্চ ২০১৭

অভিযান দেখতে গিয়ে গুলিবিদ্ধ ১

জনকণ্ঠ রিপোর্ট ॥ সিলেটে মহানগরের শিববাড়িতে ‘আতিয়া মহলের’ নিচতলার ফ্ল্যাটে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। শনিবার দুপুর ২টার দিকে জঙ্গিদের ফ্ল্যাট লক্ষ্য করে এই অভিযান শুরু হয়। এসময় অভিযান দেখতে গিয়ে স্থানীয় এক অধিবাসী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম শিবুল মালাকার (২৭)। আতিয়া মহলের পাশের এক মন্দির থেকে গোলাগুলির ঘটনা উঁকি দিয়ে দেখতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে পৌনে তিনটার দিকে হাসপাতালে আনা হয়। জালালাবাদ সেনানিবাসের ইনটেলিজেন্স উইংয়ের কর্মকর্তা সকাল সাড়ে নয়টার একটু পরই সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরুর কথা জানিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের জানান, ‘অপারেশন টোয়াইলাইট’ নামে এই অভিযান সেনাবাহিনীর নেতৃত্বে হচ্ছে। পুলিশ ও সোয়াট সহায়তা করছে। সেনাবাহিনীর কমান্ডোরা মূল অভিযান চালাচ্ছেন। ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া জানা গেছে, সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।
×