ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে মিরাজের অভিষেক

প্রকাশিত: ২৩:৪৩, ২৫ মার্চ ২০১৭

ওয়ানডেতে মিরাজের অভিষেক

অনলাইন ডেস্ক ॥ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে অভিষেক হলো তরুণ অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় শ্রীলংকার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। শ্রীলংকায় টেস্ট সিরিজে দলে থাকা মিরাজ ওয়ানডে দলে প্রথমে ছিলেনই না। টেস্ট সিরিজ শেষে দেশেও ফিরে এসেছিলেন; আগামী ২৭ মার্চ থেকে কক্সবাজারে শুরু হতে যাওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল তার। তবে এরই মাঝে হঠাৎ করেই ডাক পেয়ে যান ওয়ানডে দলে। তাকে হঠাৎ দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন গণমাধ্যমকে জানান, দলে একজন অফ স্পিনারের প্রয়োজনীয়তার কথা টিম ম্যানেজমেন্ট জানায়। তাদের চাহিদা অনুযায়ী মিরাজকে শ্রীলংকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। আর হঠাৎ দলে ডাক পাওয়া মিরাজের শনিবার রঙিন পোশাকে অভিষেক হয়েই গেল। এর আগে গত বছরের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডে বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া মিরাজ এখন পর্যন্ত সাত টেস্টে ৩১.৮০ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট।
×