ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি শিল্পে ভ্যাট আরোপ না করারও অনুরোধ

প্রকাশিত: ২৩:১২, ২৫ মার্চ ২০১৭

পোল্ট্রি শিল্পে ভ্যাট আরোপ না করারও অনুরোধ

অর্থনৈতিক রিপোর্টার॥ নতুন বাজেটে পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানীতে, অগ্রিম আয়কর প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানকে দেয়া এক চিঠিতে তারা পোল্ট্রি শিল্পে নতুন করে ভ্যাট আরোপ না করারও অনুরোধ জানান। একই সাথে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে, ২০২৫ সাল পর্যন্ত কোন ধরনের শুল্ক আরোপ না করারও দাবি জানান তারা। আশির দশকে ছোট পরিসরে শুরু হওয়া পোল্ট্রি খাত, এখন পরিণত শিল্প। দেশের মোট মাংসের চাহিদার ৪০ থেকে ৪৫ ভাগের জোগান আসে এ খাত থেকে। আর প্রতিদিন ডিম মেলে দুই থেকে সোয়া দুই কোটির মতো। তবে এ খাতে চ্যালেঞ্জও কম নয়। উদ্যোক্তাদের দাবি, মুরগীর খাদ্যের কাঁচামাল আমদানিতে, অগ্রিম আয়কর দিতে হওয়ায়, এমনিতেই ক্ষতিগ্রস্ত এ শিল্প। এর ওপর নতুন করে ভ্যাট কার্যকর করা হলে, সংকট আরো বাড়বে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দিয়েছে তারা। ২০২৫ সাল পর্যন্ত কোনো ধরনের শুল্ক আরোপ না করারও আহবান উদ্যোক্তাদের। সেই সাথে শিল্পের ঝুঁকি কমাতে, বিমা চালুর দাবি তাদের। ব্যবসায়ীরা বলছেন, সম্ভাবনাময় এই শিল্পের প্রতি সরকার আরো মনোযোগী হলে, এখনকার চাইতেও কম দামে মাংস ও ডিমের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও, রপ্তানি করা সম্ভব।
×