ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা, আহত ৩

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ মার্চ ২০১৭

ফ্রান্সে মেট্রো স্টেশনে সন্ত্রাসী হামলা, আহত ৩

অনলাইন ডেস্ক ॥ লন্ডনে দুইদিন আগে ভয়াবহ হামলার পর এবার ফ্রান্সের লিলি শহরে মেট্রো স্টেশনের বাইরে গুলি চালিয়ে তিনজনকে গুরুতর আহত করেছে এক সন্ত্রাসী। এ ঘটনায় শহরটিতে সর্তকতা জারি করে ঘটনাস্থল ঘিরে রেখেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর লিলির একটি পাতাল রেল স্টেশনের বাইরে অতর্কিতে গুলি চালায় এক অস্ত্রধারী। এসময় হামলাকারী খুব কাছ থেকে ১৪ বছরের এক বালকের পায়ে গুলি চালায়। তাছাড়া অন্য দুইজনের ঘাড় ও পিঠে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষনিক সন্ত্রাসবিরোধী পুলিশের টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরাসী সংবাদ সংস্থা লা ভোয়েক্স ডু নর্ড জানিয়েছে, আহতদের উদ্দেশ্যে বেশ কয়েকবার গুলি চালিয়েছে ওই হামলাকারী। তবে এখন পর্যন্ত হামলাকারীকে চিহ্নিত করতে না পারলেও, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বড়সড় আকারের লোকটি হুডি পরিহিত থাকায় তার চেহারা দেখা সম্ভব হয়নি। দ্য ডেইলি মেইল।
×