ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাট গণহত্যা দিবসে বধ্যভুমিতে সর্বস্তরের শ্রদ্ধা

প্রকাশিত: ১৯:৩১, ২৫ মার্চ ২০১৭

বাগেরহাট গণহত্যা দিবসে বধ্যভুমিতে সর্বস্তরের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ প্রথম বারের মত বাগেরহাটে বধ্যভুমিতে গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করলো সর্বস্তরের মানুষ। আজ শনিবার সকালে বাগেরহাট শহরের ভৈরব নদীর ডাকবাংলো ঘাটে শহীদদের স্মরনে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, সংসদ সদস্য, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন. জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত সিএস সমীর কান্তি পাল-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের ভৈরব তীরে ডাকবাংলো(পুরাতন) ঘাটে শতশত মানুষ ধরে এনে নির্মম নির্যাতন ও গুলি করে হত্যা করেছে ঘাতকেরা। সেই বধ্যভূমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গনহত্যা দিবসের স্বীকৃতির আহবান জানান।
×