ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর সরকারী হাসপাতাল বোতলজাত পানির ওপর নির্ভরশীল

প্রকাশিত: ০৪:৫০, ২৫ মার্চ ২০১৭

রাজধানীর সরকারী হাসপাতাল বোতলজাত পানির ওপর নির্ভরশীল

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প ব্যয়ে চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মানুষ ছুটি আসেন রাজধানীতে। সরকারী এ হাসপাতালগুলোতে সেবা নিতে আসা হাজার হাজার মানুষকে পানযোগ্য নিরাপদ পানির জন্য নির্ভর করতে হয় বোতলজাত পানির ওপর। হাতেগোনা- ভ্রাম্যমাণ পানি সরবরাহ মেশিনও কিছু চাহিদা মেটায়। পানি পান করা ছাড়া হাসপাতাল চলে পাইপ লাইনের পানি দিয়ে। পানযোগ্য নিরাপদ পানির জন্য পাইপ লাইনের পানির ওপর আস্থা রাখতে পারছে না স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর স্বজনরা। সম্প্রতি এখানে এ ধরনের দুটি মোবাইল বুথের মাধ্যমে পানযোগ্য পানি সরবরাহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতি লিটার ২ টাকা মূল্যের পানি শুধু রোগীরাই না, ব্যবহার করছেন এখানকার শিক্ষার্থী ও স্টাফরাও। ওয়াসার সরবরাহ করা ভূগর্ভস্থ পানি ধোয়া, গোসল বা অন্যান্য কাজে ব্যবহার করা হলেও, দেশের বড় এ হাসপাতালগুলো খাবার পানি জন্য নির্ভর করে মূলত বোতলজাত পানির ওপর। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হিসেবে, রোগী, আত্মীয়-স্বজন এবং স্টাফসহ প্রতিদিন গড়ে আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার মানুষ এখানে আসেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ সংখ্যা প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার। ধারণ ক্ষমতার অতিরিক্ত এত মানুষের আনাগোনা আর তাদের প্রয়োজনীয় পানির ব্যবহারের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। হাসপাতাল কর্তৃপক্ষের অজুহাত লোকবল স্বল্পতার সংকটের। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, আমাদের যারা রোগী আছেন, আমার যারা আছি তারা সবাই কিন্তু যথেষ্ট সচেতন নই। ফলে সমস্যাগুলো থেকে যায়। পানি বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে সরবরাহ করা পাইপ লাইনের পানিকেই পানযোগ্য করা সম্ভব। আর মানুষের মৌলিক অধিকার নিরাপদ পানি সরবরাহে প্রয়োজন মাস্টার প্ল্যান ও সঠিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলের।
×