ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চালু হচ্ছে মোটরসাইকেলে যাত্রী পরিবহন

প্রকাশিত: ০৪:৫০, ২৫ মার্চ ২০১৭

চালু হচ্ছে মোটরসাইকেলে যাত্রী পরিবহন

স্টাফ রিপোর্টার ॥ নগরবাসীর জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে মোটরসাইকেলে যাত্রী পরিবহন। একটি মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে সংযোগ ঘটবে বাইকার ও রাইডারের মধ্যে। নির্ধারিত টাকার বিনিময়ে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে। উদ্যোক্তারা বলছেন, এর মাধ্যমে নগরবাসীর যাতায়াতের বিড়ম্বনা কিছুটা হলেও কমবে। আর বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে থাকতে হবে প্রয়োজনীয় সরকারী অনুমোদনও। কোটি মানুষের শহরে এই চিত্রটা নিত্যদিনের। অনেক সময় জরুরী কাজে যেমন মেলে না প্রয়োজনীয় বাহন; তেমনি আবার সড়কে অতিরিক্ত গাড়ির কারণে পোহাতে হয় যানজটের ভোগান্তি। নগরীবাসীকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ট্যাক্সি, আর্টিকুলেটেড বাস, ডেমু ট্রেন, এমনকি চালু করা হয়েছে নৌ সার্ভিসও। কিন্তু সেবার মান ভাল না হওয়ায় তা কাজে আসেনি খুব একটা। এমন বাস্তবতায় নগরবাসীর অভিজ্ঞতায় যোগ হতে যাচ্ছে, ভাড়ার বিনিময়ে মটরসাইকেলে সহযাত্রী হওয়ার সুযোগ। প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাভক্সেলের উদ্যোগে ঢাকাতে শুরু হতে যাচ্ছে এ ব্যবস্থা। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, ঢাকায় নিবন্ধিত মোটরসাইলের সংখ্যা প্রায় চার লাখ।
×