ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইকরাশী থেকে ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রের প্রচার শুরু

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ মার্চ ২০১৭

ইকরাশী থেকে ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রের প্রচার শুরু

স্টাফ রিপোর্টার ॥ চমৎকার এক বিকেল। দোহারের ইকরাশীর মাঠ উৎসুক দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি। শুধু ক্রিকেট উপভোগই একমাত্র উদ্দেশ্য নয়- সঙ্গে রয়েছে চলচ্চিত্রের অভিনয় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতি এক উল্লেখযোগ্য বিষয়। দোহারের ইকরাশী নবীন সংঘ কর্তৃক আয়োজিত শর্ট বাউন্ডারি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইমস ওয়ার্ল্ড মিডিয়া প্রযোজিত ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রের প্রচার শুরু করেছেন এর পরিচালক জেসমিন আক্তার নদী। এ টুর্নামেন্টের স্পন্সর টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড। ‘জল শ্যাওলা’র প্রচার টিমে আরও অংশ পরিচালক, অভিনেতা ও উপস্থাপক দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক, চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র, অভিনেত্রী মানসী প্রকৃতি, মেহেরীমা, জেমি, রিপন খান, ফারুক মজুমদার প্রমুখ। ইকরাশী নবীন সংঘের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক জেসমিন আক্তার নদী, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, বিএনএর মহাসচিব আক্কাছ আলী প্রমুখ। অনুষ্ঠানে জেসমিন আক্তার নদী বলেন, পহেলা বৈশাখের দিনটি খুবই উৎসবমুখর থাকে। সবাই তার প্রিয়জন ও কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে ওঠে, পান্তা-ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল সারাদেশের প্রেক্ষাগৃহে ‘জল শ্যাওলা’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। মূলত রূপকভাবে চলচ্চিত্রের প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণী, পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আশা করি দর্শকদের ঠিক ভিন্ন ধাঁচের একটি গল্প কিন্তু বাস্তব ঘটনা উপহার দিতে পারব। আশা করি সকলে হলে গিয়ে ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রটি দেখবেন।
×