ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’

প্রকাশিত: ০৪:১৭, ২৫ মার্চ ২০১৭

আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে ‘নুরু মিয়া ও  তার বিউটি ড্রাইভার’

স্টাফ রিপোর্টার ॥ সকল প্রস্তুতি শেষ। বিশাল পরিসরে আগামী ৩১ মার্চ ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, অলস নুরু মিয়া কাজ না করে বেঁচে থাকার উপায় হিসেবে বেছে নেয় ভিক্ষাবৃত্তি। গ্রামে তার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ভিক্ষার প্রয়োজনে দেশের যে প্রান্তেই সে যাক সেখানেই সে একটি করে বিয়ে করে। এটা তার এক ধরনের নেশায় পরিণত হয়। বেশ ভালই কাটছিল নুরু মিয়ার জীবন। কিন্তু হঠাৎ অসুখে পড়ে দুই পায়ের শক্তি হারায় নুরু মিয়া। প্যারালাইজড হয়ে পড়ে সে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনই একটি কাহিনী নিয়ে তৈরি হয়েছে নতুন চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের সংলাপ, কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন মিজানুর রহমান লাবু। এতে নুরু মিয়া চরিত্রে ফজলুর রহমান বাবু ও বিউটি ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন ক্যামেলিয়া রাঙা। চলচ্চিত্রটি নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, বাস্তব জীবনের গল্প নিয়ে এটি তৈরি। আমার বিশ্বাস, চলচ্চিত্রটি দর্শক বেশ উপভোগ করবেন। অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা বলেন, এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। বাবু ভাইয়ের মতো বড় অভিনেতার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আর চলচ্চিত্রের কাহিনীটা অনেক স্পর্শকাতর। আমার বিশ্বাস, সব শ্রেণীর দর্শক চলচ্চিত্রটি উপভোগ করবেন। যাদুকাঠি মিডিয়ার প্রযোজনায় এ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কনা, নাজির মাহমুদ ও ফজলুর রহমান বাবু। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেনÑ সুলতান মাহমুদ, শাহাদৎ হোসেন, মহসিন, শিমুল খান, শিরিন আলম, আল-আমিন, পলি প্রমুখ। চলচ্চিত্রটি নিয়ে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাই। সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে বেশ প্রশংসা করেছেন। চলচ্চিত্রের নানা কাজে সহযোগিতা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। এজন্য তাকে অশেষ ধন্যবাদ। আসছে ৩১ মার্চ মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
×