ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীতশিল্পী নীলু আহসানের এগিয়ে চলা

প্রকাশিত: ০৪:১৭, ২৫ মার্চ ২০১৭

সঙ্গীতশিল্পী নীলু আহসানের এগিয়ে চলা

সাজু আহমেদ ॥ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম পরিচিত মুখ মেধাবী সঙ্গীতশিল্পী নিলু আহসান। একাধারে তিনি লোকসঙ্গীত ও আধুনিক গানের শিল্পী। পাশাপাশি তিনি একজন গীতিকবিও। বিটিভি এবং বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর শিল্পী নিলু আহসান। নিজ কণ্ঠের সুরের মায়ায় তিনি মুগ্ধ করে রাখেন শ্রোতাদের বেসরকারী বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলেও সঙ্গীত পরিবেশন করে থাকেন। এ পর্যন্ত তার গাওয়া ৯টি এ্যালবাম বাজারে এসেছে। সম্প্রতি ‘মন তোমাকে চেনে’ শিরোনামে তার একটি নতুন গানের মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে। এতে দর্শক শ্রোতাদের বেশ সাড়া পেয়েছেন তিনি। এছাড়া আরও বেশ কয়েকটি নতুন গানের ভিডিও নিয়ে তিনি অচিরেই হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের সামনে। নিজের সমৃদ্ধ সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে নীলু আহসান বলেন মিডিয়ায় আমার যাত্রা শুরু মায়ের হাত ধরে। ছোট বেলায় গানের প্রতি আমার আগ্রহ দেখে মা একটি হারমোনিয়াম কিনে দেন। সেই হারমোনিয়াম দিয়েই আমার গানের চর্চা শুরু। তবে সেই সময়ে গান চচা বা সংস্কৃতি চর্চা খুব কঠিন বিষয় ছিল। এক সময় বাবাও বললেন ঠিক আছে কর। তবে আনুষ্ঠানিভাবে আমার গানের শিক্ষা শুরু ওস্তাদ বাবলু খন্দকারের কাছে। তিনি একজন শিক্ষক হিসেবে সব সময় তিনি আমার মঙ্গল চান। সব সময় আমার খোঁজ নেন আমাকে উৎসাহিত করেন। নীলু আহসান ১৯৯১ সালে প্রথম রংপুর বেতারে লোক সঙ্গীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হোন। তার শশুরবাড়ির লোকজন গানের বিষয়ে উৎসাহ দিয়েছেন। তাদের উৎসাহে ১৯৯২ সালের মাঝামাঝিতে তার প্রথম এ্যালবাম প্রকাশ হয়। গীতিকার ও সুরকার রফিকুল ইসলামের সহযোগিতায় তার প্রথম এ্যালবাম ‘প্রেম ভরা চোখে’ রিলিজ হয়। এ্যালবামটি প্রকাশ করে সঙ্গীতা। এরপর পরের বছর অর্থাৎ ১৯৯২ সালে মিল্টন খন্দকারের সহযোগিতায় বিটিভির অডিশনে অংশ নেন তিনি। এরপর তালিকাভুক্ত হোন। বর্তমানে তিনি বিটিভির বিশেষ গ্রেডের শিল্পী। পাশাপাশি তিনি বিটিভির ‘ক’ গ্রেডের একজন গীতিকার। শিল্পী নীলু আহসানের এ পর্যন্ত শিল্পীর ৯টি এ্যালবাম প্রকাশ হয়েছে। এর মধ্যে ‘প্রেম ভরা চোখে’, ‘রসিয়া কালা’, ‘স্বপ্ন প্রহর’, ‘কেড়ে নিতে চাই মনটা তোমার’ অন্যতম। এছাড়া একটি এ্যালবামে ওস্তাদ বাবলু খন্দকারের গ্রন্থনায় মাইক্রোফনের প্রযোজনায় দেশগানের এ্যালবাম ‘বাংলা আমার প্রথম সকাল’ প্রকাশ হয়। নিয়মিতভাবেই গান করছেন তিনি। সম্প্রতি তার দুটি গানের ভিডিও ইউটিউবে প্রকাশের পর প্রশংসিত হয়। আরও কয়কেটি গানের ভিডিও তৈরি করছেন তিনি। এ মাসে আরও ছয়টি গান রেকর্ড হবে। গাওয়ার পাশাপাশি নিয়মিতভাবে গান লেখেন তিনি। এ পর্যন্ত ৩০টি গান রেকর্ড হয়েছে। শিল্পী হিসেবে এ পর্যন্ত বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। এইভাবেই চলছে তার সঙ্গীত সাধনা। নীলু আহসান বলেন, আজীবন সঙ্গীত সাধনা করে যেতে চাই। এ জন্য শ্রোতাসহ সংশ্লিষ্টদের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন তিনি। নীলু আহসান তার মেধা, সাধনা ও একনিষ্ঠতার মাধ্যমে এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×