ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আবৃত্তি কর্মশালা

প্রকাশিত: ০৪:১৫, ২৫ মার্চ ২০১৭

মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আবৃত্তি কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’ চার মাস মেয়াদি প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। আধুনিক পাঠ্যসূচী অনুযায়ী এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আশরাফুল আলম, ড. সৌমিত্র শেখর, হাসান আরিফ, রূপা চক্রবর্তী, ড. সোহানা আহমেদ, রেজীনা ওয়ালী লীনা, জাহীদ রেজা নূর, মাশরুর শহিদ হোসেন, মাহমুদা আখতার, মেহেদী হাসান, তামান্না তিথি ও মু. সিদ্দিকুর রহমান পারভেজ। কর্মশালার ক্লাস আগামী ৭ এপ্রিল থেকে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২-৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত। আবেদনপত্র পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পশ্চিম পার্শ্বের গেটে (জনতা ব্যাংক সংলগ্ন) মুক্তধারার টেবিলে, টিএসসির তিন তলায় অফিস কক্ষ অথবা বেইলি রোডের থিয়েটার কর্ণারে।
×