ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সায়মন তারিকের ‘ক্রাইম রোড’

প্রকাশিত: ০৪:১৫, ২৫ মার্চ ২০১৭

সায়মন তারিকের ‘ক্রাইম রোড’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাসহ দেশের ৭০টি হলে শুক্রবার মুক্তি পেয়েছে সায়মন তারিক পরিচালিত চলচ্চিত্র ‘ক্রাইম রোড’। তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়ার বিষয়কে কেন্দ্র করে এর কাহিনী লিখেছেন কমল সরকার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ চৌধুরী। পরিচালক সায়মন তারিক বলেন, বেশ কিছুদিন ধরেই প্রেক্ষাসৃহে ভাল চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। জানুয়ারিতে এ চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পায়। আমাদের চলচ্চিত্রটি বর্তমান সময়কে ধরে করা। তাই স্বাধীনতার মাসকেই চলচ্চিত্রটি মুক্তির জন্য ভাল সময় বলে মনে করছি আমরা। চলচ্চিত্রটি মুক্তিকে সামনে রেখে ১০ মার্চ ইউটিউবে এর টিজার প্রকাশ করা হয়। ১ মিনিট ১৫ সেকেন্ডের এ টিজারে এ্যাকশন দৃশ্য গুরুত্ব পেয়েছে। এছাড়া কিছু রোমান্টিক দৃশ্যও দেখানো হয়েছে। চলচ্চিত্রে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতিক হাসান ও লেমিস। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন হাবিব। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ হয়েছে। আশুলিয়া সিনে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজ, শরীফ চৌধুরী, শায়লা সাবি, বিপাশা কবির, সাদিয়া আফরিন, অমিত হাসান, বড়দা মিঠু, শামীম, সাঙ্গু পাঞ্জা, নুবিয়া প্রমুখ। রূপসজ্জায় জাহাঙ্গীর, সম্পাদনায় শহীদুল হক, বিশেষ দৃশ্য আরমান, শিল্পী নির্দেশক ফরিদ, পোশাক মনির হোসেন।
×