ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পত্নীতলায় গনপিটুনিতে আহত চোর হাসপাতালে মারা গেছে

প্রকাশিত: ০০:৪৩, ২৪ মার্চ ২০১৭

পত্নীতলায় গনপিটুনিতে আহত চোর হাসপাতালে মারা গেছে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির রাজাপুর গ্রামে চুরি করতে গিয়ে গনপিটুনীতে আহত চোর মাজেদ আলী (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে মারা গেছে। বুধবার দিনগত রাতে গ্রামের আব্দুস সামাদের বাড়িতে চুরি করার সময় এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে গনপিটুনি দেয়। ওইসময় চোর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই বাড়িতে চুরির সময় পার্শ্ববর্তি বাড়ির মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও তার স্ত্রী চোরকে দেখতে পেয়ে এগিয়ে আসলে চোরেরা তাদের ওপর চড়াও হয়ে রড দিয়ে মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদকে আঘাত করলে তিনি আহত হন। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং এক চোরকে আটক করে গনপিটুনি দিলে উক্ত চোর গুরুত্বর আহত হয়। নিহত চোর মাজেদ আলী (৩০) মান্দা উপজেলার বনতেস্বর গ্রামের আব্দুল খালেকের পুত্র বলে জানা গেছে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
×