ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালতলীতে ইউপি সমর্থকদের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ০০:২৩, ২৪ মার্চ ২০১৭

তালতলীতে ইউপি সমর্থকদের সংঘর্ষে আহত ৬

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দু’ইউপি সদস্য প্রার্থী মোঃ বশির বেপারী ও মোস্তফা মৃধার কর্মী সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে ছোটবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ বশির বেপারী কর্মীসভা পূর্ব গাবতলী ধলু মশাই বাড়ীতে আয়োজন করে । এ কর্মী সভায় যাচ্ছিল বশির বেপারীর ছোট ভাই জাকির বেপারীসহ ২০/২৫ জন। ওই একই পথ দিয়ে অপর প্রার্থী মোস্তফা মৃধার ছেলে ইলিয়াস, ভাইয়ের ছেলে সুজন ও ফারুকসহ ৮/১০ জন বিপরীত দিকে যাচ্ছিল। এ সময় দু’পক্ষ মুখোমুখি হলে বশির বেপারীর ছোট ভাই জাকির বেপারী অপর প্রার্থী মোস্তফা মৃধার ছেলে ইলিয়াস মৃধার সাথে কথাকাটা কাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের ইমরান (১৯), বায়েজিত (১৮), হিরন (১৮), স্বপন ফকির (৩৫), ইলিয়াস মৃধা (১৭) ও সুজন মৃধা গুরুতর আহত হয়। গুরুতর আহত ছয় জনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×