ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে সাংবাদিক হামলার শিকার

প্রকাশিত: ০০:১১, ২৪ মার্চ ২০১৭

লালমনিরহাটে সাংবাদিক হামলার শিকার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটে মন্দিরের জমির দখলের সংবাদ সংগ্রহে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল মাইটিভি ও ডেইলি অবজারভারের লালমনিরহাট প্রতিনিধি। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মোগলহাট বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মাহফুজ সাজুকে ওই দিনই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক। প্রত্যক্ষ্যদর্শীদের বিবরণে জানা যায়, বৃস্পতিবার বিকেলে মাহফুজ সাজু সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মোগলহাট বাজারের টেম্পু স্ট্যান্ডের পাশে মোগলহাট শ্রী শ্রী দুর্গা মন্দিরের জমি বেদখল নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ওই মন্দির ও এর আশেপাশের ছবি তুলে টেম্পু স্ট্যান্ডের পাশে জনৈক হাফিজুরের চায়ের দোকানে ওই মন্দিরের সভাপতি শ্রী অর্জুন কুমার গুপ্তকে ডেকে নিয়ে চা খাচ্ছিলেন। এময় কর্ণপুর গ্রামের মৃত টোঙ্গাই মিয়ার পুত্র জয়নাল আবেদীন (৬০), এবং তাঁর দুই পুত্র নাদিউজ্জামান নয়ন (৪২) ও লিয়ন ইসলাম (১৯) ঘটনাস্থলে এসে অতর্কিতভাবে মন্দিরের সভাপতি শ্রী অর্জুন কুমার গুপ্তকে গলা টিপে ধরে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা সাংবাদিক মাহফুজ সাজুকেও গলা টিপে ধরে মারধোর করতে থাকে এবং গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। মাহফুজ সাজু প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাহফুজ সাজুকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে ভর্তি করায়।
×