ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মতিঝিলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

প্রকাশিত: ০০:০৮, ২৪ মার্চ ২০১৭

মতিঝিলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল এলাকায় ছিনতাই করে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম রানা(৩৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকাল র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নটরডেম কলেজের বিপরীত দিকে বাস কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন এক নারী। এ সময় মোটরসাইকেল যোগে দুই ছিনতাইকারী ওই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলো। সে সময় পাশ দিয়ে র‌্যাব-১০ এর একটি টিম গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, ওই নারী চিৎকার করলে র‌্যাব ওই ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অন্যজন পালিয়ে যায়। অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ গুলিবিদ্ধ ওই ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে ওই নারীর ব্যাগসহ দু’টি ব্যাগ, ২০টি এটিএম কার্ড, দেশি-বিদেশি কিছু টাকা উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×