ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র নারীদের বিনামুল্যে গাভি বিতরণ

প্রকাশিত: ২৩:৪২, ২৪ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র নারীদের বিনামুল্যে গাভি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের পর আজ শুক্রবার ৫০ টি পরিবারের মাঝে বিনামুল্যে ৫০টি গাভি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম সদর উপজেলার ৩ টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের উপকার ভোগী গৃহবধূদের হাতে আনুষ্ঠানিকভাবে পালনযোগ্য এ গাভিগুলো তুলে দেন। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক, পৌর মহিলা কাউন্সিলর দ্রোপদি দেবী আগরওয়ালা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান বক্তব্য রাখেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×