ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিবাহিনীর গনহত্যার নীরবসাক্ষী সেই ইঁদরার খবর কেউ রাখেনা

প্রকাশিত: ২৩:৪১, ২৪ মার্চ ২০১৭

পাকিবাহিনীর গনহত্যার নীরবসাক্ষী সেই ইঁদরার খবর কেউ রাখেনা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিবাহিনী ও তাদের দোসর রাজাকারদের অত্যাচার ও গনহত্যার নীরবসাক্ষী সেই মাগুরার শালিখার উপজেলা সদর আড়পাড়া ডাকবাংলোর সামনে অবস্থিত ইদরার খবর কেউ রাখেনা । ইঁদারাটি ভরাট করে তা উপর দোকান বসে । পাকিস্থানী সেনারা মহান মুক্তিযুদ্ধের সময় মাগুরার আড়পাড়া ডাক বাংলোয় ক্যাম্প করেছিল । ডাক বাংলোটি ফটকি নদীর তীরে অবস্থিত । পাকবাহিনী ও তাদের দোসর রাজাকাররা নদী পথে যে সমস্থ মানুষ যেত তাদের ধরে এনে নির্মম অত্যাচারের পর হত্যা করে ফটকি নদীতে ফেলে আবার অনেককে হত্যা করে এই ইঁদরায় ফেলে দিত । ফলের শত মত মানুষ হত্যার নিরব সাক্ষী এই ইদরা । বর্তমানে ইঁদরাটি ভরাট । তার উপর প্রতি সপ্তাহে হাটের দিনে দোকান বনে। বোঝার উপায় এই সেই ইঁদরা । পাকবাহিনী ও রাজাকারদের মানুষ হত্যার নিরব সাক্ষী ।
×