ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

প্রকাশিত: ২৩:০৫, ২৪ মার্চ ২০১৭

‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

অনলাইন রিপোর্টার ॥ সিলেটের ওই বাড়িতে গত জানুয়ারিতে ভাড়াটিয়া হিসেবে ওঠে জঙ্গিরা। ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে দুই জন আতিয়া মহল নামের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তাদের নাম কাওসার আলী ও মর্জিনা বেগম। বাড়ির মালিক উস্তার মিয়া এই তথ্য জানান। উস্তার মিয়া আরও জানান, ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্য রয়েছে। পুলিশ সব তথ্য সংগ্রহ করে নিয়েছে। আতিয়া মহলের এক বাসিন্দা জানান, জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘেরাও করার পর শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। জঙ্গিরা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে। এদিকে সিলেটে এই জঙ্গি আস্তানায় অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা রওনা হয়েছে। সিলেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের কাছেই রয়েছেন।
×