ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেলজিয়ামেও জঙ্গি হামলার চেষ্টা, আটক ১

প্রকাশিত: ১৯:৪১, ২৪ মার্চ ২০১৭

বেলজিয়ামেও জঙ্গি হামলার চেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক ॥ লন্ডনে পার্লামেন্টের কাছে জঙ্গি হামলার ঠিক পরের দিনই বেলজিয়ামের বন্দর শহর অ্যান্টোয়ার্পে প্রায় একই কায়দায় এক ব্যক্তি হামলার চেষ্টা করে। জানা যায়, দেশটির অ্যান্টোয়ার্পের মূল বাজার এলাকা ডি মেয়ারে একটি গাড়িকে প্রচণ্ড গতিতে পথচলতি মানুষের দিকে ধেয়ে যেতে দেখে নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে গাড়িটির পথ রোধ করে চালককে আটক করে বেলজিয়ান পুলিশ। যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল, সে উত্তর আফ্রিকার। পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল স্বয়ং। ঘটনার পর অ্যান্টোয়ার্পের পুলিশ প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা এগারোটা নাগাদ গাড়িটি প্রথম বেলজিয়ান সেনাবাহিনীর চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তারা সেটির পথরোধ করে। চালক লাফিয়ে নেমে বন্দরের ভিতর দিয়ে পালানোর চেষ্টা করছিল। কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে পাকড়াও করা সম্ভব হয়। গাড়িটির নম্বর প্লেট ফ্রান্সের। প্রসঙ্গত, গত বুধবারই লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে ঠিক এভাবেই একটি গাড়ি অন্তত চারজনকে পিষ্ট করে। আহত হয় ৪০ জন। পরে ওই ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস। তাছাড়া অ্যান্টোয়ার্পের ঘটনার ঠিক আগের দিনই বেলজিয়ান রাজধানী ব্রাসেলসে জোড়া বোমা বিস্ফোরণের এক বছর পূর্ণ হয়েছে। ব্রাসেলসের পাতাল রেল এবং বিমানবন্দরে সেই আইএস হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০০ মানুষ। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
×