ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেল ‘সরকার-থ্রি’

প্রকাশিত: ১৯:২৪, ২৪ মার্চ ২০১৭

পিছিয়ে গেল ‘সরকার-থ্রি’

অনলাইন ডেস্ক ॥ ট্রেলারেই বাজিমাত করেছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘সরকার-থ্রি’ চলচ্চিত্রটি। ৭ এপ্রিল মুক্তির দিনক্ষণও ঠিক হয়েছিল। কিন্তু রামগোপাল ভার্মা নির্মিত ছবিটি দেখার জন্য এখন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। কেননা ছবি নির্মাণ-পরবর্তী কাজ দীর্ঘায়িত হওয়ায় পাল্টে গেছে ছবি মুক্তির দিনক্ষণ। ‘সরকার থ্রি’ ছবির প্রচারণা সহযোগী এরোস জানিয়ে দিয়েছে ৭ এপ্রিলের বদলে এখন ১২ মে মুক্তি পাবে ছবিটি। এক টুইটে এরোসের পক্ষ থেকে বলা হয়, ‘সিনিয়র বচ্চন, রামগোপাল ভার্মা এবং ওয়েভ গ্রুপসহ আমরা এরোস থেকে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে সরকার থ্রি ছবিটি ১২ মে মুক্তি দেওয়া হবে!’ রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সরকার-থ্রি’ ছবির মূল চরিত্র সুভাষ নাগরের ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। সরকার সিরিজের আগের দুই চলচ্চিত্র ‘সরকার’ ও ‘সরকার রাজ’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। এছাড়াও এই চলচ্চিত্রে, ইয়ামি, জ্যাকি শ্রফ ও মনোজ বাজপেয়িকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এদিকে আয়ুষ্মান খুররানা ও পরিণীতি চোপড়া অভিনীত ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিটিও একইদিনে মুক্তি পাবে। আর তাই এ দুই ছবির মধ্যে লড়াইটা বেশ জমবে বলে মনে করা হচ্ছে।
×