ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিরাটের টেস্ট খেলা নিয়ে সংশয়

প্রকাশিত: ১৯:২৩, ২৪ মার্চ ২০১৭

বিরাটের টেস্ট খেলা নিয়ে সংশয়

অনলাইন ডেস্ক ॥ রাঁচি টেস্টে কাঁধে গুরুতর আঘাত পাওয়ার পরেই কোহলির চলতি সিরিজে খেলার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। মনের জোরে দ্বিতীয় ইনিংসে বিরাট ব্যাট করলেও তাঁর অহেতুক ঝুঁকি নিয়ে খেলা প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুনীল গাওস্করের মতো কিংবদন্তি ব্যক্তিত্বও। অবশেষে, ধর্মশালায় সিরিজের শেষ টেস্টে ভারতীয় ক্রিকেটের দলনেতা বিরাট খেলবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ অবস্থায় মুম্বইয়ের ২২ বছরের শ্রেয়স আইয়ারকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডান কাঁধে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন কোহলি। ফিল্ডিং করলেও ব্যাটিং প্র্যাক্টিস থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় শুরু হয় জল্পনা। প্র্যাক্টিসের মধ্যে ফিজিও প্যাট্রিক পারহার্ট এবং কোচ অনিল কুম্বলের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাও বলেন কোহলি। ফিজিও বেশ কয়েকবার তাঁর চোটের জায়গাও খতিয়ে দেখেন। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমে থেকে জানা যায়, আজ শুক্রবার সকালে প্র্যাক্টিসে তাঁর ফিটনেস টেস্ট হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপরেই নির্ভর করছে বিরাটের শেষ টেস্টে খেলার সম্ভাবনা। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষে এই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয় যে, কাঁধকে বিশ্রাম দিতেই কোহলি এদিন নেট করেননি। তাই এখনই মনে করার প্রয়োজন নেই যে, শেষ টেস্টে বিরাটের পরিবর্তে অন্য কেউ নামবেন। কিন্তু রাতের দিকে পরিস্থিতি পাল্টে যায় মুম্বইয়ের ২২ বছরের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার'কে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে বলার তৎপরতায়। জানা গেছে, আজ শুক্রবার সকালের বিমানেই তাঁকে ধর্মশালায় দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে।
×