ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় ট্রাক উল্টে একই পরিবারের ৫ জন সহ নিহত ১০

প্রকাশিত: ১৮:২৩, ২৪ মার্চ ২০১৭

ভালুকায় ট্রাক উল্টে একই পরিবারের ৫ জন সহ  নিহত ১০

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একই পরিবারের ৫ জন সহ ১০ জন নিহত হয়েছে। জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-০৩-২৯) ওই স্থানে উল্টে গিয়ে এ র্দুঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস র্দুঘটনা স্থলে গিয়ে তারাকান্দা উপজেলার একই পরিবারের আজিজুল হক (৩৫),রেজিয়া আক্তার (৩০),মেহেদী হাসান (১১), মিজান (৮), সিজার (৪) ও ময়মনসিংহ সদরের চরশিকতা গ্রামের জোসনা বেগম(৫৫), সিরাজুল ইসলাম (১৮) ও অজ্ঞাত ২ জন সহ ৯ জনের মরদহে উদ্ধার করে । গুরুতর আহত ৫ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে, নালিতা বাড়ি উপজেলার শাহজাহান হোসেন (৪০) নামে অপর ১ জন যাত্রী মারা যান । গুরুতর আহত সলিম (৩৩), কদ্দুস আলী (৩৫), জহুর উদ্দিন(২৫),ইমাজ উদ্দিন (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । হতদরিদ্র পরিবারগুলো ট্রাকে থাকা সিমেন্টের ওপরে বসে জামালপুর ও শেরেপুরে যাচ্ছিলো। ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের কাজ চলায় খোঁড়াখুিড়র কারণে ট্রাকটি নিয়িন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের যাত্রীরা সিমেন্টের বস্তায় চাপা পড়ে হতাহত হন। ভালুকা ও ত্রিশাল ফায়ার র্সাভিসের দুটি ইউনিট এ উদ্ধার কাজ করে। নিহত আজিজুল হকের শ্যালক জানান, আজিজুল ঢাকায় রিক্সা চালাতো । তার স্ত্রী নিহত রেজিয়া বাসা বাড়িতে বুয়ার কাজ করে সংসার চালাতো । তাদের বড় ছেলে নিহত মেহেদী একটি মাদ্রাসায় পড়াশুনা করতো । গত ১ মাস আগে তারা ঢাকায় গিয়ে ছিল । ২৬ সে মার্চ সহ ৩ দিনের ছুটিতে যানবাহনে ভীড় থাকায় স্বল্প ভাড়ায় তারা ট্রাকে করে বাড়ি যাচ্ছিল । ময়মনসিংহের পুলিশ সুপার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ,ভালুকা মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
×