ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুখের সঙ্গে মিলিয়ে ॥ মানানসই নেক লাইন

প্রকাশিত: ০৬:৪৭, ২৪ মার্চ ২০১৭

মুখের সঙ্গে মিলিয়ে ॥ মানানসই নেক লাইন

সব পোশাকে সবাইকে সমান মানায় না। কাউকে কামিজে মানায় আবার কাউকে মানাবে শাড়িতে। আবার সব রকম কামিজেও সবাইকে এক রকম দেখতে লাগবে না। এটি নির্ভর করে আপনার মুখের আকারের ওপর আর আপনার উচ্চতার ওপর বলে জানাচ্ছেন বিভিন্ন ফ্যাশন ডিড়াইনাররা। মুখের আকারের ওপর নির্ভর করে কেমন নেক লাইন মানাবে আপনাকে। জেনে নিন মুখের আকৃতির সঙ্গে মানানসই নেক লাইন সম্পর্কে। ডিম্বাকৃতি মুখ এ ধরনের মুখাকৃতিকে বলা হয় আদর্শ মুখাকৃতি। ডিম্বাকার মুখে বেশিরভাগ নেক লাইন মানিয়ে যায় খুব সহজে। ভি শেপ নেক লাইন কিংবা হাই নেক পরতে পারেন। এগুলো সিøমিং ইফেক্ট আনবে। বোট নেক লাইনও পরতে পারেন। এটি সফট লুক তৈরি করবে। গোলাকার মুখ এ ধরনের মুখে খোলা ধরনের নেক লাইন মানিয়ে যায় বেশ। চৌকোনা, বোট, ডিপ ভি নেক লাইন গোলাকৃতি মুখের জন্য আদর্শ। গোলমুখে এড়িয়ে যেতে হবে হাই নেক। কারণ হাই নেক পরলে মুখের আকৃতি আরও গোল দেখায়। চৌকোনা মুখ এ ধরনের মুখে গোলাকার নেক লাইন ভাল দেখায়। হল্টার নেক কিংবা ইউ শেপের নেক লাইনও পরতে পারেন। তবে শার্ট কলার পরার ক্ষেত্রে ছড়ানো কলার এড়িয়ে যাওয়া উচিত। কেননা এতে আপনার লুক ঠিক থাকবে না। অর্থাৎ আপনাকে মানানসই দেখাবে না। লম্বাটে মুখ লম্বা মুখে গোল গলার পোশাক সবচেয়ে বেশি মানানসই। ইউ নেক লাইনও এ ধরনের মুখের লুকে আনবে পরিবর্তন। এড়িয়ে যেতে হবে ভি শেপের নেক লাইন। তবে আপনাকে দেখতে মানানসই লাগবে। পানপাতা মুখ এ ধরনের মুখে থুঁতনির আকার ছোট হয়। বোট নেক লাইন, চৌকোনা নেক লাইন ও ইউ শেপের নেক লাইন মানানসই পানপাতা মুখে। এ ছাড়াও মুখের আকৃতি একটু বড় ধরনের হলে ইউ শেপের নেক লাইন মানিয়ে যাবে। আবার মুখের আকৃতি ছোট হলে বোট নেক লাইন ভাল দেখাবে।
×