ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেনা ও নৌবাহিনীর জয় স্বাধীনতা দিবস ভলিবলে

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ মার্চ ২০১৭

সেনা ও নৌবাহিনীর জয় স্বাধীনতা দিবস ভলিবলে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা-২০১৭’। বাংলাদেশ ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২৬-২৮, ২৫-১৬, ২৫-১৮, ২৫-১৭ পয়েন্টে ৩-১ সেটে বিজিবিকে হারায়। দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ২৫-৯, ২৫-১৬, ২৫-১২ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করে। তৃতীয় খেলায় তিতাস ক্লাব ২৫-২৩, ২৫-২০, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারায় এবং চতুর্থ খেলায় বিদ্যুত উন্নয়ন বোর্ড ২৫-০৯, ২৫-১৫, ২৫-০৭ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ জেলকে পরাজিত করে। আজ প্রতিযোগিতার চতুর্থ দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় লড়বে বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ। সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বিদ্যুত উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুর আড়াইটায় ময়দানি লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ জেল। আর বিকেল চারটায় দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। ৯ দলের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৯ মার্চ পর্যন্ত। এই প্রতিযোগিতায় ৯ দলকে দুই গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিদ্যুত উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ জেল। ‘খ’ গ্রুপে রয়েছে তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। স্বাধীনতা কাপ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতা কাপ রাগবি প্রতিযোগিতা-২০১৭’ শুরু হওয়ায় অপেক্ষায়। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ২৬ মার্চ রবিবার মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় ৬ দল ২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলোÑ বাংলাদেশ সেনাবাহিনী, রাজধানী রাগবি ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাব, গাজীপুর রাগবি ক্লাব ও কমার্স কলেজ রাগবি ক্লাব। গ্রুপের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘ক্লিক ইন্টার ইউনিভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।’ উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জিতেছেন রাজন মোল্লা, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, তুষার, সুব্রত অধিকারী, ফায়াজ, নুরে আলম সিদ্দিকী ও জালাল মোঃ আশফাক। এই প্রতিযোগিতায় সরকারী/ বেসরকারী ৩৮ বিশ্ববিদ্যালয় হতে ১৩৮ খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। টুর্নামেন্টের উদ্বোধান করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। চ্যাম্পিয়ন লেজার ও আজাদ স্কেটিং স্বাধীনতা কাপ রোলবল স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ রোলবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লেজার স্কেটিং ক্লাব। আর নারী বিভাগে শিরোপা ঘরে তুলেছে আজাদ স্কেটিং ক্লাব। সার্চ স্কেটিং ক্লাবের বিপক্ষে পিছিয়ে পরেও স্বাধীনতা কাপ রোলবলের শিরোপা জিতেছে লেজার স্কেটিং ক্লাব। বৃহস্পতিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের ৪ ও ৬ মিনিটে আরাফাতের গোলে এগিয়ে যায় সার্চ স্কেটিং। বিরতির আগে লেজার স্কেটিংয়ের সাজিদের গোলে ব্যবধান দাঁড়ায় ২-১, এ। বিরতির পর ঘুরে দাঁড়ায় লেজার স্কেটাররা। খেলার ২৫ মিনিটে নাহিদের গোলে সমতায় ফেরে লেজায় স্কেটিং ক্লাব, ২-২। ম্যাচের ২৬ ও ২৭ মিনিটে রিদয় পরপর দুটি গোল করলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে লেজার স্কেটিং ক্লাব। তবে নারী বিভাগে হেরেছে লেজার স্কেটিং ক্লাব। আজাদ স্কেটিং ক্লাবের কাছে তাদের হর ৩-১ গোল ব্যবধানে। ম্যাচের ৭ মিনিটে দিবার গোলে এগিয়ে যায় আজাদ স্কেটিং। তবে দ্রুত সময়ে ম্যাচে সমতায় ফেরে লেজার স্কেটিংয়ের নারীরা। কিন্তু ৮ ও ৯ মিনিটে রৌদশীর গোলে ৩-১ ব্যবধানের জয় পায় আজাদ স্কেটিং ক্লাব। ৩১ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন লেজার স্কেটিংয়ের আরাফাত হোসেন আর ২৬ গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের রিদয়।
×