ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে ৬ সপ্তাহ মাঠের বাইরে লিটন

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ মার্চ ২০১৭

ইনজুরিতে ৬ সপ্তাহ মাঠের বাইরে লিটন

স্পোর্টস রিপোর্টার ॥ এবার শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট খেলেই ইনজুরির কবলে পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। দ্বিতীয় টেস্ট আর খেলা হয়নি। তার পুরোপুরি সুস্থ হতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী। আর ইনজুরিতে থাকা পেসার মোহাম্মদ শহীদের পরিস্থিতি সম্পর্কেও জানিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে নিয়মিত বোলার হিসেবে অপরিহার্য হয়ে উঠেছিলেন শহীদ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে ইনজুরির কারণে খেলতে পারেননি। এরপর সুস্থ হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলছিলেন। সে সময় আবার ইনজুরিতে পড়েন। সেখান থেকে ফিরে আসার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এ পেসার। তার বিষয়ে দেবাশিষ বলেন, ‘শহীদের হাঁটুর অস্ত্রোপচারের চার সপ্তাহ চলছে। এখন ফিজিও থেরাপিস্টের তত্ত্বাবধানে ওর থেরাপি, রিহ্যাব অনুশীলন চলছে। একমাসে ওর যে অগ্রগতি সেটা যথেষ্ট সন্তোষজনক। ও ক্রাচ ছেড়ে দিয়েছে। এখন নিজেই কোন সাপোর্ট ছাড়া হাঁটা চলা করছে। পুনর্বাসনের প্রথম ধাপটি ও ভালভাবেই সম্পন্ন করেছে। আগামী দুই সপ্তাহ ও থেরাপি চালিয়ে যাবে, মূল উদ্দেশ্য হলো ওর পায়ের ফোলা ও ব্যথা সারিয়ে তোলা ও রেঞ্জ ফিরিয়ে আনা। এভাবে অগ্রগতি হতে থাকলে আশা করছি আগামী দুই সপ্তাহ পর ও দ্বিতীয় ধাপে প্রবেশ করতে পারবে। তিন থেকে চার মাস পর ধীরে ধীরে ও স্কিল ট্রেনিংয়ে প্রবেশ করবে। সব সুসম্পন্ন হলে ছয় মাসের মধ্যে ও খেলায় ফিরতে পারবে।’ লিটনের বিষয়ে তিনি বলেন, ‘লিটন দাসের বুকের পাঁজরে রিভ ট্রমা ছিল, রিভ একটা ফ্র্যাকচার ছিল। সৌভাগ্যজনকভাবে ফ্র্যাকচারটির স্থানচ্যুতি ঘটেনি। এ ধরনের ইনজুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় নেয়। আমরা ওকে আরও এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে বলেছি। আশা করছি দু-তিন সপ্তাহ পর ও ব্যাটিংয়ে ফিরে আসতে পারবে।’
×