ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে থেকে ছিটকে গেলেন কুসল পেরেরা

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ মার্চ ২০১৭

ওয়ানডে থেকে ছিটকে গেলেন কুসল পেরেরা

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও দারুণ ব্যাট করেছেন। ৭৮ বলে ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুসল পেরেরা। এ কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা হবে না এ ওপেনারের। শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার আজিঙ্কা গুরুসিনহে এমনটাই জানিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে গত বছর নবেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন কুসল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সুবিধা করতে পারেননি, জায়গা হয়নি সীমিত ওভারের ক্রিকেটেও। সেদিক থেকে, বাংলাদেশ সিরিজটি তার জন্য ছিল নিজেকে ফিরে পাওয়ার অন্যতম পথ। ভালভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে। দারুণ ব্যাটিং করছিলেন, কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। বাম ঊরুর স্ট্রেইনে পাওয়া এই টান খুব বেশি গুরুতর নয়। কিন্তু পুরোপুরি সুস্থ না থাকায় প্রথম দুই ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। বদলি ক্রিকেটার হিসেবে কাকে নেয়া হবে সেটা জানা যাবে আজ। ৬৮ ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি আর আট হাফ সেঞ্চুরিসহ মোট ১৬৩৫ রান করেছেন কুসল পেরেরা। ভালভাবে ফিরে আসার জন্য ‘প্রস্তুত’ হতে গিয়েই চোটে পড়লেন।
×