ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যোগ দিয়েছেন দলের সঙ্গে

ওয়ানডে দলে মিরাজ

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ মার্চ ২০১৭

ওয়ানডে দলে মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে এসেছিলেন অফস্পিন বিস্ময় মেহেদী হাসান মিরাজ। গত অক্টোবরে অভিষেক ঘটেছিল তার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। সেই সিরিজে বেশকিছু নতুন রেকর্ডের জন্ম দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। তারপর থেকে টেস্ট দলের নিয়মিত ও অপরিহার্য সদস্য হিসেবে টানা ৭ টেস্ট খেলেছেন ১৯ বছর বয়সী এ তরুণ। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন। আগেই ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে বৃহস্পতিবারই শ্রীলঙ্কায় গিয়ে যোগ দিয়েছেন মিরাজ। এবার রঙিন পোশাকেও অভিষেকের অপেক্ষা এ তরুণ অলরাউন্ডারের। মিরাজ কী অলরাউন্ডার? প্রশ্নটা ঘুরপাক খেয়েছে অনেকদিন ধরে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেকের পর ডানহাতি অফস্পিনের জাদুতে তাদের চমকে দিয়েছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। কিন্তু ব্যাট হাতে একেবারেই নবিশের মতো নৈপুণ্য দেখিয়েছেন। তবে হায়দরাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে নিজের ব্যাটিং প্রতিভার কিছুটা নমুনা দেখাতে সক্ষম হয়েছেন। ৫১ রানের একটি ইনিংস খেলেন এবং তারপর থেকেই রান করে যাচ্ছেন কিছু না কিছু। অথচ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া এ তরুণ ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তিনি হয়ে গেলেন সাদা পোশাকের স্পেশালিস্ট। মূলত ইংল্যান্ডের বিপক্ষে রঙিন অভিষেকটাই তাকে সেভাবে পরিণত করেছে। এ কারণে এবার স্বাভাবিক নিয়মেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলে দেশে ফিরে আসেন তিনি। আসন্ন ইমার্জিং কাপ টুর্নামেন্টের দলেও ছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং বার বার অভাব বোধ করিয়েছে একজন অফস্পিনারের। সে কারণে বৃহস্পতিবার হুট করে ডাক পেয়ে গেলেন ওয়ানডে দলে। আগের ঘোষিত ১৬ সদস্যের দলে তিনি যোগ হওয়াতে এখন ১৭ জনের স্কোয়াড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরেই তিনি ঢাকা ছেড়েছেন শ্রীলঙ্কার উদ্দেশে। ডাম্বুলায় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। আর সে ম্যাচেই হয়ে যেতে পারে মিরাজের ওয়ানডে অভিষেকটাও। ইমার্জিং কাপে খেলা হচ্ছে না। তার বদলে তরুণ অফস্পিনসার নাঈম হাসান ইমার্জিং কাপের দলে জায়গা করে নিয়েছেন। মিরাজের হঠাৎ ওয়ানডে দলে ডাক পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘শ্রীলঙ্কা ওয়ানডে দলে পাঁচ বাঁহাতি ব্যাটসম্যান আছে। একজন বিশেষজ্ঞ অফ স্পিনারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের চাহিদা অনুযায়ী মিরাজকে দলে নেয়া।’ মাত্র দু’দিন আগেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইমার্জিং কাপের জন্য অনুশীলন করছিলেন। সে সময় ওয়ানডে দলে সুযোগ পাওয়ার আকুতি প্রকাশ করেছিলেন। কারণ গত বছরের শুরুতে যুব বিশ্বকাপ খেলার পর আর কোন ৫০ ওভারের ফরমেটে খেলা হয়নি। মিরাজ বলেছিলেন, ‘অনেক দিন ওয়ানডে খেলা হয় না। ইমার্জিং কাপ ও প্রিমিয়য়ার লীগে ভাল খেলে চেষ্টা করব ওয়ানডে দলে আসতে।’ তবে ইমার্জিং কাপ কিংবা প্রিমিয়ার লীগে পরীক্ষাটা দিতে হচ্ছে না মিরাজকে। এর আগেই ডাক পেয়ে গেলেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। সরাসরি আন্তর্জাতিক ওয়ানডেতেই এবার পরীক্ষায় নামার পালা এ ডানহাতি অফস্পিন অলরাউন্ডারের।
×