ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৮, ২৪ মার্চ ২০১৭

টুকরো খবর

সিলেটে আরিফুল হকের মেয়র পদ বহাল স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের সিসিক মেয়র পদ থেকে আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখার আদেশ দেন। আরিফুলের আগামী রবিবার বা সোমবার সিসিকের মেয়র পদে দায়িত্ব গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৯ মার্চ মেয়র পদ থেকে আরিফের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। হবিগঞ্জে ফের দায়িত্বে গউছ হবিগঞ্জ সংবাদদাতা, জানান, দুই বছর ৩ মাসের মাথায় আবারও হবিগঞ্জ পৌরসভার মেয়র পদের দায়িত্ব গ্রহণ করেছেন জি কে গউছ। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরভবনে এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র ও প্যানেল মেয়র কাউন্সিলর দিলীপ দাশের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বলেন, রাজনৈতিক কারণে মামলা দিয়ে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে শুধু হেয় নয়, পৌরসভার উন্নয়ন থেকে জনগণকে বঞ্চিত করেছে একটি কুচক্রী মহল। কিন্তু জনগণের ভালবাসা ও মহান আল্লাহর ইচ্ছেয় রায়ের হাইকোর্টের মাধ্যমে আমি আবারও মেয়র পদ ফিরে পেয়েছি। সাতক্ষীরা সীমান্তে ২৪ বাংলাদেশী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অবৈধপথে ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্তের একটি জঙ্গলের মধ্য থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে, ১৩ শিশু, চার নারী ও সাত পুরুষ রয়েছেন। আটককৃতদের সবার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে। বিজিবির কুশখালি বিওপি কমান্ডার নায়েক সুবেদার নাসিরউদ্দিন জানান, আটককৃতরা কিছুদিন আগে ভারতে কাজের জন্য গিয়েছিল বলে জানিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি প্রত্যাহার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইকবাল মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। জানা গেছে, বেনাপোল ইমিগ্রেশনকে ঘিরে দালাল চক্র গড়ে উঠেছিল। দালালরা পাসপোর্টধারী যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করত। এ নিয়ে দৈনিক জনকণ্ঠে রিপোর্ট প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। অভিযান চালিয়ে আটক করা হয় দালাল চক্রের হোতা আবুল কালাম আজাদকে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় ১৪ দালালের নামে মামলাও হয়। এরপর বুধবার রাতে ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ ইকবাল মাহমুদকে প্রত্যাহার করা হলো। যশোর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বর্তমানে ইমিগ্রেশনের দায়িত্ব পালন করছেন এসআই ফজলু। ১২ মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় আত্মসমর্পণ করেছে ১২ মাদক বিক্রেতা। বৃহস্পতিবার দুপুরে তারা সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লার কাছে এ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী মাদক বিক্রেতা হলেন, সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের নজরুল ইসলাম, সোনাই, ইউসুফ গাজী, নুর মোহাম্মদ, মাহমুদুল হক বাবু, আছাদুল ইসলাম, পাথরঘাটা গ্রামের সোহরাব হোসেন, আশরাফুল হোসেন, জেসমিন, পরোয়ার, গোলাম সরোয়ার ও আশরাফ হোসেন। সেন্টমার্টিনে ১০ জলদস্যু আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ১০ জলদস্যুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক সকলে মিয়ানমার নাগরিক ও রাখাইন। ধৃতরা হচ্ছে মিয়ানমারের শাহপুর জেলার লিদে থানার সেন জ্য’র পুত্র মতি মি, সাইটো গ্রামের অং প ইউ এর পুত্র থশম, লেটুয়া জেলার মুনসিসিকা থানার উটচির পুত্র ডেলবা, সুচিং লার পুত্র বাসু বে, সাটু গ্রামের সটেং প্রুর পুত্র চ্য চ্য, থাপস গ্রামের মইয়ার পুত্র থা মিয়্যে, খাপা সাং গ্রামের খাবিসির পুত্র চ উস্যে, উটসের পুত্র চু চ্যে প্রু, মং সুয়ায়ে ও শাহপুর গ্রামের উ চ্যলার পুত্র উট কি ওক্যে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ধৃত বর্মী নাগরিকরা ফিশিং ট্রলারে ডাকাতির উদ্দেশে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করেছে বলে স্থানীয়দের ধারণা। মামলার বাদী বানৌজা আবু বকর জাহাজের পেটি অফিসার মোঃ ইমরান আহমদ জানান, বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিনের অদূরে পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে মিয়ানমারের জলদস্যুরা বাংলাদেশের জলসীমায় ডাকাতির উদ্দেশে অবৈধভাবে প্রবেশ করেছে মর্মে গোপনে সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে বানৌজা আবু বকর জাহাজের মাধ্যমে টহলদল উক্ত স্থানে পৌঁছলে অবৈধ অনুপ্রবেশকারী বর্মী জলদস্যুরা পালানোর চেষ্টা চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। সোয়া কোটি টাকার ইয়াবাসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সরবরাহ কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি, টাকা ও মোবাইল, সোয়া কোটি টাকার ৩৯ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন, মোহাম্মদ হোসাইন, জমির উদ্দিন ও ওমর ফায়সাল নামে চার ইয়াবা বিক্রেতাকে আটক করেছে বিজিবি। টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, বৃহস্পতিবার ভোরে সাবরাং বিওপি’র বিজিবি জওয়ানরা স্থানীয় পুরানপাড়া জহির ড্রাইভারের বাড়িসংলগ্ন পাকা রাস্তায় সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করে। মাটি কাটা নিয়ে সংঘর্ষ আহত ২০ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ২৩ মার্চ ॥ মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের পাবই গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১৮ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হুকুম মিয়া, রফিকুল ইসলাম, আলামীন, লিমন মিয়া, কাসেম মিয়া, আলী আজম, রাশিয়া বেগম, আবুল কাসেম, কামরুন্নাহার, আনার মিয়া, আরাধন, হাবিব মিয়া, লাবুলা বেগম, পলাশ মিয়া, রাসেল, বানার মিয়া, ভুট্টু মিয়া, আবু হানিফ। মারাত্মক আহত লাবুলাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডিঙ্গাপোতা হাওরে মাটি কাটাকে কেন্দ্র করে খোকন ও হুকুম মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘লৌহজং ডিগ্রী কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ আশ্রয় কেন্দ্র ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গনি তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, জেলা আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক প্রমুখ। ৯৫ লাখ ৯০ হাজার ৯শ’ এক টাকা ব্যয়ে দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এটি বাস্তাবায়ন করে। এছাড়া লৌহজং ডিগ্রী কলেজের নিজস্ব অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে অধ্যক্ষের দ্বিতল বাসভবনেরও উদ্বোধন করেন এমিলি। পার্বতীপুরে বাহা উৎসব নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২৩ মার্চ ॥ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সাঁওতাল আদিবাসীপল্লী বারকোনায় ফুটবল মাঠে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বাহা উৎসব। উৎসব প্রাঙ্গণ। বেলা ৩টায় উৎসব উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক বাসন্তি মুরমু। স্থানীয় আদিবাসী শিল্পীদের পাশাপাশি ভারতের সাঁওতাল ও বাউল লোকসঙ্গীত শিল্পী রথীন কিস্কুর নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বাহা উৎসবে বক্তব্য রাখেনÑ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক শফিন চন্দ্র মু-া, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, ওয়ার্কার্স পাটির নেতা হবিবর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ। উপজেলা চেয়ারম্যানের শাস্তির দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে লাঞ্ছিতের অভিযোগে বাগমরা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলামের শাস্তি দাবি করেছেন প্রকৌশলীরা। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্র ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ব্যানারে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজশাহীতে সরকারের বিভিন্ন দফতরের কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। আইইবি রাজশাহী কেন্দ্রের সাধারণ সম্পাদক নিযামুল হক সরকারের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
×