ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:২৭, ২৪ মার্চ ২০১৭

প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মার্চ ॥ কিশোরগঞ্জ জেলাকে খ-িত করে ভৈরবকে জেলা করার চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে সর্বস্তরের নাগরিক সমাজ। বৃহস্পতিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরীতে সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে জেলাবাসীর অধিকার রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এনায়েত করিম অমি। তিনি উল্লেখ করেন, এলাকার উন্নয়ন নয়, কিছু ব্যক্তির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকতার অভিলাষ থেকেই কিশোরগঞ্জকে বিভক্ত করার আবারও চেষ্টা চালানো হচ্ছে। অথচ এতে সাধারণ মানুষের কোন উন্নতি হবে না। বরং জনগণের বিপুল অর্থের অপচয়সহ রাষ্ট্রের অনেক খরচ বাড়বে। প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হবে। আর তাই নতুনভাবে ভৈরবকে জেলার যে পাঁয়তারা চলছে তা কোাোবেই জেলাবাসী মেনে নেবে না। প্রয়োজনে সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন-সংগ্রাম করে এ চেষ্টাও রুখে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারীনেত্রী ফাতেমা জোহরা আক্তার, বিলকিস বেগম, সাইফুল মালেক চৌধুরী, নূর মোহাম্মদ প্রমুখ। ভোলার খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৩ মার্চ ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্টের নির্দেশনার দেড় বছর পর অবশেষে ভোলা শহরের প্রাণ ‘ ‘ভোলার খাল’ দখল মুক্তের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসক সেলিম উদ্দিনের নেতৃত্বে খালের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
×