ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৈশপ্রহরী হত্যার রহস্য উদ্ঘাটন ॥ ঘাতক গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৭, ২৪ মার্চ ২০১৭

নৈশপ্রহরী হত্যার রহস্য উদ্ঘাটন ॥ ঘাতক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২৩ মার্চ ॥ দাউদকান্দিতে শফিকুল ইসলাম নামের এক নৈশপ্রহরীকে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ওই মামলায় জাহিদ হাসান প্রকাশ বাবু (১৮) নামের এক সন্দেহভাজন আসামিকে লুট হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আটকের পর সে ঘটনার কথা স্বীকার করেছে। ওই নৈশপ্রহরীকে শ^াসরোধ করে হত্যা এবং পরে নিহতের শরীরে আগুন ধরিয়ে দেয়ার বর্ণনা দিয়ে বাবু বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্র্র্রেট নূরুল আফছারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী হয়েছে। ঘাতক জাহিদ হাসান বাবু জেলার দাউদকান্দি উপজেলার দইয়াপাড়া গ্রামের আবুল কালামের পুত্র। ডিবি পুলিশ, মামলার অভিযোগ ও আদালত সূত্র জানায়, গত ১১ মার্চ গভীর রাতে গ্রেফতারকৃত জাহিদ হাসান বাবু তার ২ সহযোগী নিয়ে গৌরীপুর নিউ মার্কেটের নৈশপ্রহরী এবং দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের নাকে-মুখে স্কচটেপ পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। পরে তারা হাতুড়ি ও বাটাল দ্বারা ওই মার্কেটের রিফা টেলিকম নামের একটি মোবাইল দোকানের সাটার কেটে প্রবেশ করে দোকান থেকে ৩৫টি মোবাইল সেট এবং দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০ হাজার লুটে নেয়। ঘটনাস্থল ত্যাগ করার সময় ঘাতক বাবু ও তার সহযোগীরা নিহতের ২ হাত শরীরের সঙ্গে কাপড় ও স্কচটেপ দিয়ে পেঁচিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, দোকান থেকে লুটে নেয়া মোবাইল সেট থেকে ঘাতক জাহিদকে ২টি সেট দেয়া হয়, ওই মোবাইল ফোনের সূত্র ধরেই গত বুধবার বিকেলে দাউদকান্দির গৌরীপুর সিএনজি স্ট্যান্ড থেকে বাবুকে গ্রেফতার করা হয়। এক সঙ্গে তিন সন্তান প্রসব স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলায় মমতাজ বেগম (২৮) নামের এক মা একই সঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তাদের নাম রাখা হয়েছে হাসি, খুশি, নিশি। জন্মের পর তিন সন্তান সুস্থ থাকলেও প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেবার পর সেখানে চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের চাকতাবাড়ি গ্রামের দিনমজুর ঘরের মমতাজ বেগম এই তিন সন্তান জন্ম দেন। যাদুরচর চাক্তাবাড়ি গ্রামের দিনমজুর মামুন মিয়ার স্ত্রী মমতাজ বেগম। তাদের ঘরে ৯ বছরের এক পুত্রসন্তান রয়েছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) চিকিৎসক সাহাবুল বাশার জানান, এক সঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করলেও নবজাতকরা সুস্থ আছে। তবে প্রসূতির অবস্থা নাজকু এবং রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় জরুরীভাবে উন্নত চিকিৎসার জন্য মা ও নবজাতকদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়ছে। বিদ্যুতের টাওয়ারে পাগল নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৩ র্মাচ ॥ এক পাগল জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত টাঙ্গাইল কটন মিলস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে পঞ্চার্শোধ এক অপ্রকৃস্থ ব্যক্তি কটন মিলস সংলগ্ন বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ারে উঠতে থাকে। এ সময় গোড়াই পল্লী বিদ্যুত অফিসের লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন সেখানে গিয়ে টাওয়ারে উঠে লোকটিকে নামানোর চেষ্টা করেন। কিন্তু লোকটি টাওয়ারের ওপরের দিকেওঠতে থাকে। কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা পরিষদ প্রায় ৩শ’ কৃতী শিক্ষার্থীর মাঝে সাড়ে ৮ লাখ টাকার বৃত্তির চেক প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ২০১৬ সালের এই কৃতী শিক্ষার্থীদের চেক প্রদান করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীরের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রকৌশলী নুরুল ইসলাম। অনুষ্ঠানে গত বছর এসএসসি উত্তীর্ণ ২৫৭ এবং এইচএসসি উত্তীর্ণ ২৯ শিক্ষার্থীর মাঝে ৩ হাজার টাকা করে প্রায় সাড়ে ৮ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।
×