ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ২ লেগুনা যাত্রী, মাগুরায় পিকআপ চালক ও হেলপার, মানিকগঞ্জ ও হবিগঞ্জের মাধবপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : গাজীপুর ॥ বৃহষ্পতিবার ট্রাক ও লেগুনার সংঘর্ষে দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। স্থানীয়রা জানান, ঢাকা বাইপাস সড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ওসি নগর এলাকায় কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাসমোড়গামী একটি ট্রাক ও একইগামী যাত্রীবাহী একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার দু’আরোহী নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় লেগুনাটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মাগুরা ॥ বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের বেলনগর নামকস্থানে পিকাপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই পিকাপের চালক ও হেলপার। নিহত পিকআপ চালক আবু হানিফ (৩২) নারায়ণগঞ্জের মধ্য সম্ভাপুর গ্রামের লাল মিয়ার পুত্র । হেলপারের পরিচয় জানা যায়নি। মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় তরিকুল ইসলাম সোহাগ (৩৬) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার খালাতো ভাই তৌফিকুর রহমান আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মহাসড়কের মূলজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মহসিন হোসেনের ছেলে। তিনি ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। মাধবপুর ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুর নামক স্থানে বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের আব্দুল হামিদ মাস্টারের ছেলে। চসিকের স্বাধীনতা সম্মাননা পদক পাচ্ছেন ১০ ব্যক্তিত্ব স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ বরেণ্য ব্যক্তিকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদকে ভূষিত করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আগামী ২৬ মার্চ বিকেলে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ পদক হস্তান্তর করবেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। ২০১৭ সালে চসিকের স্বাধীনতার সম্মাননা পদক যারা পাচ্ছেন : মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী, মানিক চৌধুরী (মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডাঃ ফজলুল আমীন (মরণোত্তর), শিশু চিকিৎসায় ডাঃ প্রণব কুমার চৌধুরী, নারী আন্দোলনে বেগম রুনু সিদ্দিকী (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া এবং ক্রীড়ায় মোজাম্মেল হক।
×