ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধর্মঘট অবরোধে অচল ইউএসটিসি

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মার্চ ২০১৭

ধর্মঘট অবরোধে অচল ইউএসটিসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউএসটিসি (ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম)। মেডিক্যাল অনুষদ ও হাসপাতাল বন্ধের পর এবার বিবিএ, এমবিএসহ সকল বিভাগে তালা ঝুলিয়ে দেয়ার কর্মসূচী দিয়েছে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে চলছে এ আন্দোলন। নিয়মনীতি না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ায় এ প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকা জরিমানা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি এ অর্থ পরিশোধ না করে ধার্য জরিমানা পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করায় বেড়েছে আন্দোলনের তীব্রতা। শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বৃহস্পতিবারও ইউএসটিসির শিক্ষার্থীরা কর্মসূচী পালন করে। লাগাতার কর্মসূচীতে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলো কিছুদিন ধরে অকার্যকর রয়েছে। প্রায় প্রতিদিনই সড়ক অবরোধ করে চলছে সমাবেশ। তাদের প্রধান দাবি বিএমডিসির নিবন্ধন। কেননা, এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ ব্যাচের শিক্ষার্থীদেরও নিবন্ধন হয়নি। নিবন্ধন না হওয়ায় এ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়ার পরও তারা চিকিৎসক হিসেবে প্র্যাকটিস কিংবা পেশায় যেতে পারবেন না। এমন অনিশ্চয়তার মুখোমুখি শিক্ষার্থীরা নিবন্ধনের পাশাপাশি নানা অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। প্রসঙ্গত, ইউএসটিসি দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ নুরুল ইসলাম। তার জীবদ্দশায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হলেও মৃত্যুর পর দেখা দেয় চরম অনিয়ম। বিশেষ করে ডাঃ নুরুল ইসলামের সন্তানদের বিরুদ্ধে অভিযোগÑ তারা ইচ্ছেমতো ইউএসটিসি পরিচালনা করছেন। বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে অনৈতিক পন্থায় মুনাফাখোর এক ব্যবসা প্রতিষ্ঠানে। কোন নিয়মনীতির বালাই নেই। ইচ্ছেমতো আদায় করছে ভর্তি ও টিউশন ফি। অথচ, বিপুল অর্থ পরিশোধ করে যারা এমবিবিএস কোর্সে ভর্তি হচ্ছেন তাদের নিবন্ধন পর্যন্ত নেই। গাজীপুরে ইজিবাইক চালকের পেট এফোঁড় ওফোঁড় স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ট্রাকের বাঁশে ইজিবাইক চালকের পেট এফোঁড় ওফোঁড় হয়েছে। আহত ওই চালক এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার নাম কামাল হোসেন। তার বাড়ি জেলা সদরের পিরোজালী গ্রামে। আহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার লেংড়ার বাজার এলাকায় পিরোজালী হাটখোলা-ভাওয়াল মির্জাপুর সড়কে ট্রাকে শ্রমিকরা বাঁশ তুলছিল। এ সময় হাটখোলা এলাকায় যাত্রী নামিয়ে কামাল ব্যাটারি চালিত তার ইজিবাইক নিয়ে ওই সড়ক দিয়ে ভাওয়াল মির্জাপুর বাজারে যাচ্ছিল। কামাল সেখানে পৌছলে ট্রাকের ওপর রাখা একটি বাঁশের ধারালো মাথা তার পেটে বিদ্ধ হয়ে অপরদিক দিয়ে বেরিয়ে যায়।
×