ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে দেয়াল ধসে বৃদ্ধা নিহত ॥ আহত তিন

প্রকাশিত: ০৬:২৫, ২৪ মার্চ ২০১৭

সৈয়দপুরে দেয়াল ধসে বৃদ্ধা নিহত ॥ আহত তিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দেয়াল ধসে নিহত হয়েছেন এক বৃদ্ধা। একই সঙ্গে শিশুসহ আহত হয়েছে তিনজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে সৈয়দপুর পৌরসভা এলাকার কাজীপাড়া মহল্লার সড়কে। নিহত বৃদ্ধা ওই মহল্লার মৃত আব্দুর রহমানের স্ত্রী আসমা বেগম (৭০)। আহতদের মধ্যে নিহত বৃদ্ধার মেয়ে নাজমিন আক্তার (৩২) ও নাজমিনের ছেলে ইমনকে (১১) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং নাজমিনের মেয়ে আরশিকে (৪) সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধার মেয়ে নাজমিন আক্তার দিনাজপুরে ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী আজগর আলীর সঙ্গে বসবাস করে। গত দুদিন আগে নাজমিন তার দুই ছেলেমেয়েসহ মা আসমা বেগমের সৈয়দপুর কাজীপাড়া মহল্লার বাড়িতে বেড়াতে আসে। এলাকাবাসী জানায়, কাজীপাড়া মহল্লায় সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণ করে। সীমানা প্রাচীর নির্মাণ অত্যন্ত নিম্নমানের করা হয়। ঘটনার সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই পরিবারের সদস্যরা কাজীপাড়া সড়কের ওই সীমানা প্রাচীরের ধারে মাটি কেটে বাড়িতে আনছিল। এমন সময় হঠাৎ প্রাচীরটি ধসে পড়লে তারা চাপা পড়ে। এলাকাবাসী চারজনকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেয়ার পথে ওই বৃদ্ধা মারা যান। আর আহতদের রংপুর ও সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৩ মার্চ ॥ পীরগঞ্জ উপজেলায় দুষ্কৃতকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি বড় ছবি ভাংচুর করেছে। বুধবার রাতে পালিগাঁও টেকনিক্যাল কলেজের সামনে ও বেগুনগাঁও বটতলী কাতিহার সড়কের পাশে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ শিরোনামের ব্যানারে যুক্ত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ভাংচুর করে দুর্বৃত্তরা। রাণীশংকৈল উপজেলার গোগরে জনপ্রিয় নেতা ও বঙ্গবন্ধু জয় বাংলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করিম চৌধুরী বাবুলের ছবিসহ ব্যানার ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে। পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও বাবুলের স্বপক্ষের জনগণ সম্প্রতি পীরগঞ্জের বিভিন্ন স্থানে এসব ছবিযুক্ত ব্যানার টাঙিয়েছিল। পাবনায় ডাকাতি সংবাদদাতা, বেড়া, পাবনা, ২৩ মার্চ ॥ বেড়া উপজেলার মাসুমদিয়া খানেবাড়ি গ্রামে অহেদ আলী সরদারের বাড়িতে বুধবার রাত দুটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাড়ির গেটের তালা কেটে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও দেড়শ’ ভরি সোনাসহ ৬০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল এ সময় বাড়ির দুই সদস্যকে কুপিয়ে আহত করে। পুলিশ জানায়, বুধবার রাতে ২৫-৩০ জনের ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির স্টিলের আলমিরা ভেঙ্গে দুই লাখ ৫০ হাজার টাকা, ১৫০ ভরি স্বর্ণালঙ্কার ও সাতটি মোবাইল ফোনসহ মূল্যবান মাল লুট করে নিয়ে যায়।
×