ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মূলধন মেশিনারিজ কিনবে ইভেন্স টেক্সটাইল

প্রকাশিত: ০৬:০৬, ২৪ মার্চ ২০১৭

মূলধন মেশিনারিজ কিনবে ইভেন্স টেক্সটাইল

নতুন ব্র্যান্ডের মূলধন মেশিনারিজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ২১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকার মেশিনারিজ কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোম্পানির উৎপাদন ক্ষমতা ও পণ্যের গুণগত মান বাড়াতে এই মেশিন কেনা হচ্ছে। এ লক্ষ্যে ৩০টি এয়ার জেট ওয়েভিং মেশিন (লুমস) কিনবে। এই মেশিন কিনতে ব্যয় হবে ১০ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়াও, ৩ সেট স্ক্রু এয়ার কম্প্রেশার কিনবে ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে। ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকা দিয়ে কেনা হবে কস্টিক রিকাভারি প্লান্ট এবং ৩ সেট আনুষঙ্গিক যন্ত্রাংশ কেনা হবে ৭ কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে।- অর্থনৈতিক রিপোর্টার মিথুন নিটিং উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের উদ্যোক্তা মোঃ রবিউল হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিউল হকের কাছে কোম্পানির মোট ৩ লাখ ৯৭ হাজার ৭০৮টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৫০ হাজার শেয়ার বেচবেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×