ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশুদ্ধতার খোঁজে ক্যাম্পেনে অংশ নিলেন অপি করিম

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ মার্চ ২০১৭

বিশুদ্ধতার খোঁজে ক্যাম্পেনে অংশ নিলেন অপি করিম

২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ‘বিশুদ্ধতার খোঁজে’ শীর্ষক জনসচেতন-তামূলক এক ক্যাম্পেনে অংশ নেন। ক্যাম্পেনটির অংশ হিসেবে রাজধানীর শান্তিনগর এবং গুলশান এলাকায় কিছু বাড়িতে নিজেই হাজির হন অপি করিম। উল্লেখ্য, এসব এলাকায় বসবাসকারী অধিকাংশ এলাকাবাসী মনে করেন, তাদের বাড়িতে সরবরাহকৃত পানি যথেষ্ট নিরাপদ। আর তাই তারা শুধু ফুটিয়েই সেই পানি পান করে থাকেন। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফোটানোর মাধ্যমে পানি থেকে ময়লা-আবর্জনা ও জীবাণু দূর করা গেলেও এতে মিশে থাকা সিসা, মরিচা, কীটনাশক ইত্যাদি দূর করা যায় না। তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই অভিনেত্রী অপি করিমের সঙ্গে একটি বিশেষ টিমও কার্যক্রমে অংশ নেয়। টিমটি একটি হোম ডেমোর মাধ্যমে ফুটানো পানির মধ্যেও যে দূষণকারী পদার্থ থাকতে পারে তা তুলে ধরে। পরীক্ষাটি দেখে অবাক হন প্রত্যেক গৃহিণী। তারা বুঝতে পারে পানি দূষণের ধরন এখন অনেক বদলে গেছে। শুধু ফুটিয়ে যে পানি পান করা হয় তা এখন আর পুরোপুরি বিশুদ্ধ নাও হতে পারে। এজন্য উন্নতমানের পানি বিশুদ্ধকরণ যন্ত্র ব্যবহার করা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পানি বিশুদ্ধকারী ব্র্যান্ড পিওরইট আয়োজিত এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন অপি করিম।-বিজ্ঞপ্তি।
×