ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লন্ডন হামলার নিন্দায় সরব বিশ্ব নেতৃবৃন্দ

যুক্তরাজ্যের প্রতি সমবেদনা

প্রকাশিত: ০৫:১৪, ২৪ মার্চ ২০১৭

যুক্তরাজ্যের প্রতি সমবেদনা

ব্রিটেনের পার্লামেন্টের বাইরে বুধবার সন্ত্রাসী হামলার পর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ মুখ খুলেছেন। এটাই হচ্ছে ব্রিটেনের সর্বশেষ হামলা। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ক্যানবেরায় বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে যখন তিনি (লি) সাক্ষাত করেন তখন তাদের আলোচনার প্রথম বিষয় ছিল লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলা। লি বলেন, আমরা একসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে আমাদের সমবেদনা ও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছি এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছি। এই চীনা নেতা আরও বলেছেন, বিশ্বে এভাবে অস্থিরতা চলতে পারে না। আমরা অবশ্যই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবো। খবর ডেইলি মেইলের। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে লন্ডনে অসুস্থ ও নচ্ছার হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, পার্লামেন্টকে লক্ষ্য করে হামলা চালানো এটা কোন দুর্ঘটনা নয়। বুধবার গভীর রাতে তার ডাউনিং স্ট্রিট কার্যালয়ের বাইরে এক বিবৃতিতে মে বলেন, ব্রিটেনে যারা সন্ত্রাসী কর্মকা- করছে তাদের কখনই ক্ষমতার আসনে বসতে দেয়া হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকালে স্বাভাবিকভাবে পার্লামেন্টে সাক্ষাত হবে এবং দেশটিকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ও বৃহস্পতিবার স্বাভাবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন। মে বলেন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। কখনই সন্ত্রাসের কাছে নতিস্বীকার করবো না এবং ঘৃণার কণ্ঠস্বরকে কখনই সম্মতি দেব না ও খারাপ কখনই আমাদের আলাদা করতে পারবে না। প্রধানমন্ত্রী হামলায় চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন এবং এই হামলায় ঝুঁকির মুখে নিরাপত্তা সেবাকে প্রশংসিত করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে লন্ডনে সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় আলোচনার জন্য সরকারী জরুরী কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই জরুরী কমিটি কোবরা নামে পরিচিত। অতি ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, জরুরী সেবার সিনিয়র কর্মকর্তা ও মন্ত্রীদের সমন্বয়ে এই কমিটি গঠিত। হোয়াইট হাউস বলেছে, ব্রিটেনের পার্লামেন্টের বাইরে আগ্নেয়াস্ত্র ও ছুরি দুর্ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। ট্রাম্প বলেছেন, বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেয়ার সময় তাকে হামলার ঘটনাটি জানানো হয়। তিনি বলেছেন, এটি একটি বড় খবর। ট্রাম্পের মুখপাত্র সন স্পাইসার বলেছেন, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নজরদারি করবে এবং প্রেসিডেন্টকে আপডেট জানাবেন। গতকাল দুপুরে ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ব নেতৃবৃন্দ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সবার আগে এ ঘটনার নিন্দা জানিয়ে ফরাসী প্রধানমন্ত্রী বার্নাড ক্যাজেনুভ ব্রিটিশ সরকার ও জনগণের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, ফ্রান্সের স্কুল থেকে ছাত্ররা প্রায় সময়ই লন্ডনের দর্শনীয় স্থান দেখতে আসে। এবারের সফরে এসে সন্ত্রাসীদের হাতে সেন্ট জোসেফের তিনজন ছাত্র আহত হয় বলে জানিয়েছে ফরাসী পররাষ্ট্র মন্ত্রণালয়। এরও আগে লন্ডন বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা টেমস নদী থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করেছেন। তারা আরও হামলার আশঙ্কায় ভক্সহল সেতু থেকে পার্লামেন্টের বাঁধ এলাকা পর্যন্ত নদীপথে সব ধরনের জলযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। এদিকে বাকিংহাম প্যালেস কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রানী এলিজাবেথের নবনির্মিত স্কটল্যান্ড ইয়াভ ভবন পরিদর্শনের পরিকল্পনা স্থগিত করা হয়েছে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। ব্রিটিশ পার্লামেন্টে হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টে হামলা মানে পৃথিবীর সব পার্লামেন্ট, স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর হামলা। বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে টার্নবুল যুক্তরাজ্যের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। লন্ডনে অবস্থিত ব্রিটিশ পার্লামেন্টে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এডিনবার্গে অবস্থিত স্কটল্যান্ডের পার্লামেন্ট বিতর্ক স্থগিত করা হয়। স্কটিশ পার্লামেন্টে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে দ্বিতীয় গণভোটের ওপর বিতর্ক হওয়ার কথা ছিল। স্কটল্যান্ডের আইন প্রণেতারা বিতর্ক শেষ হওয়ার দুদিন পর ভোট দেয়ার পরিকল্পনা করেছিলেন। যুক্তরাজ্য ত্যাগ করা নিয়ে ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেনের অপর একটি গণভোট আহ্বানের পর এই বিতর্ক অনুষ্ঠিত হচ্ছিল। বিতর্কটি স্থগিত করার পর কয়েকজন সদস্য জানান, এটি স্থগিত করা হয়েছে লন্ডন পার্লামেন্টে হামলাকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যের সম্মানে ও পুলিশের গুলিতে হামলাকারী নিহত হওয়ায় স্বস্তি প্রকাশ করে। টুইটারে স্টারজেন, ভয়ঙ্কর এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
×