ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বর্ণিল আয়োজনে ভ্যাট অনলাইন সিস্টেমের উদ্বোধন

প্রকাশিত: ০৩:০৪, ২৩ মার্চ ২০১৭

বর্ণিল আয়োজনে ভ্যাট অনলাইন সিস্টেমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বর্ণিল ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ভ্যাট অনলাইন সিস্টেমের। এখন থেকে ঘরে বসেই অনলাইনে ভ্যাট নিবন্ধন নম্বর (ই-বিআইন) পাওয়া যাবে। ডিজিটাল এই পদ্ধতিতে ই-পেমেন্টর মাধ্যমেই পরিশোধ করা যাবে ভ্যাটের টাকা। ঘরে বসেই পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্রও। একই সঙ্গে চালু রয়েছে ভ্যাট কল সেন্টার। ১৬৫৫৫ এর কল করে যে কেউ ভ্যাট সংক্রান্ত সব সেবা পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে ভ্যাট অনলাইন সিস্টেমের উদ্ভোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সন্ধ্য ছয়টায় তিনি বিশেষ গোলকে হাত রাখার পরপরই আলোক জলমলে পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ওই গোলকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ এনবিআর, ভ্যাট অনলাইন সিস্টেমের ওয়েবসাইট, ভ্যাট কল সেন্টারের হটলাইন নম্বর ও ভ্যাট অনলাইন প্রকল্পের বিভিন্ন বিষয় সন্নিবেশিত ছিল। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভ্যাট অনলাইন সিস্টেমের উদ্বোধনের মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমরা এখন থেকে অনলাইনে ভ্যাট দিবো। ঘরে বসেই অনলাইনে ভ্যাট নিবন্ধন করা যাবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভ্যাট অনলাইন সিস্টেম চালু একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল আজকের অনলাইনে রেজিস্ট্রেশন চালু তারই একটি বড় পদক্ষেপ। অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর নতুন ভ্যাট ব্যবস্থাপনায় আমরা প্রবেশ করেছি। এর মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। অর্থমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা দেশের উন্নয়ন করতে চাই। উন্নয়ন করতে হলে দেশের মানুষকে ভ্যাট দিতে হবে। অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন সিস্টেম চালুর মাধ্যমে নতুন যুগের সূচনা হল। এফবিসিসিআই এর প্রথম সহ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমরা সবাই ভ্যাট দেব। অনলাইনে ভ্যাট সিস্টেম চালুর মাধ্যমে আমরা হয়রানিমুক্তভাবে ভ্যাট দিতে পারবো। ভ্যাট অনলাইন সিস্টেম চালুর জন্য এনবিআরকে ধন্যবাদ। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অনুকরণে ইতোমধ্যে আমরা ট্যাক্স ও কাস্টমস অনলাইন করেছি। আজকে ভ্যাট সিস্টেম উদ্বোধন করে আমরা ডিজিটাল এনবিআরের পথে বহুদূর এগিয়ে গেলাম। এজন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ।
×