ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনে মামলা : প্রতিবেদনের আগে জামিন নয়

প্রকাশিত: ০২:৫৭, ২৩ মার্চ ২০১৭

তথ্যপ্রযুক্তি আইনে মামলা : প্রতিবেদনের আগে জামিন নয়

অনলাইন ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় পুলিশি প্রতিবেদন দেয়ার আগে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আসামির জামিন আবেদনের শুনানি গ্রহণ করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক জামিন আবেদন শুনানিতে হাইকোর্টের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে পুলিশের প্রতিবেদন (চার্জশিট) দেয়ার আগেই এক আসামির জামিনের আবেদন শুনানি গ্রহণ করায় ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং অন্যদিকে শুনানির ক্ষমতা থাকার পরও তা গ্রহণ না করায় মাগুরার জেলা ও দায়রা জজকে সতর্ক করে দিয়েছেন আদালত।
×