ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া

প্রকাশিত: ০১:৫৮, ২৩ মার্চ ২০১৭

লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা খালেদা জিয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লন্ডনের পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা আজ আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে। তাদের বেপরোয়া মরণখেলায় যেভাবে সাধারণ মানুষের রক্ত ঝরছে তা মর্মস্পর্শী এবং অবিশ্বাস্য। বিএনপি চেয়ারপার্সন বলেন, এখন বিশ্বব্যাপী সন্ত্রাসীদের মাধ্যমে সাধারণ মানুষের জীবন কেড়ে নেয়ার উন্মাদনায় মানুষ ভয়ে আর্তনাদ করছে। এই সন্ত্রাসীরা সতত সচল সমাজের বুকে চেপে বসা হিংস্র দানব। মানুষকে হত্যা ও জখম করা তারা উৎসব বলে মনে করে। এরা মানবজাতির অগ্রগতির চাকাকে রুদ্ধ করে দিতে চায়। খালেদা জিয়া বলেন, সন্ত্রাসীরা রাষ্ট্র ও সমাজে মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ রুদ্ধ করে দিতে উঠে পড়ে লেগেছে। একের পর এক বিশ্বব্যাপী বিভিন্ন দেশে তাদের রক্তমাখা কর্মকান্ড সমাজজীবনকে আতঙ্কিত করে তুলেছে। এদের উপর্যুপরি নানা পৈশাচিক কায়দায় মানুষ হত্যার যে বীভৎসতা বিশ্ববাসী অবলোকন করছে তাতে মানবসমাজে অনিবার্য বিপন্নতা, ভীতি ও গতিহীনতার অচলায়তন সৃষ্টি হচ্ছে। এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু।
×