ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে হুমকিতে পড়বে বাংলাদেশ ॥ ফখরুল

প্রকাশিত: ০১:৪৪, ২৩ মার্চ ২০১৭

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে হুমকিতে পড়বে বাংলাদেশ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন ভাসানী ভবনে ২৬মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে এমন কোন চুক্তি হলে জনগণ তা মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদকে সরকার রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে। সরকার জঙ্গিবাদ নিয়ে যে রহস্যময় খেলা খেলছে তার আসল রহস্য হচ্ছে দেশে ঘরোয়া জঙ্গিদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। প্রত্যেকবারই তারা এভাবে জঙ্গিবাদের ধোঁয়া তোলে। আর এর পর বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে যায়। এটা সরকারের একটা কৌশল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সমগ্র জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে মন্তব্য করে ফখরুল বলেন, আমরা জানি না প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে কি কি চুক্তি স্বাক্ষর করবেন। সরকারের উচিত কি কি চুক্তি হবে এটা জনগণকে জানানো। কিন্তু এ বিষয়ে এখনও জনগণ কিছু জানে না। পত্র-পত্রিকায় যে স্পেকুলেশনগুলো হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। আমরা যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, যারা আমরা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি তারা উদ্বিগ্ন না হয়ে পারছি না। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন স্বাধীন আছি কিনা এটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমাদের তো ব্যক্তি স্বাধীনতা নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতাও হুমকির মুখে। এখন যেটাকে আমরা বলি ভৌগোলিক স্বাধীনতা সেটাও হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন করতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার দিতে হবে অন্যথায় দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই বিভক্তি ও অত্যাচার-নির্যাতন বাদ দিয়ে দেশকে এগিয়ে নিতে যেতে আসুন আলোচনা করুন।
×